images

স্পোর্টস / ক্রিকেট

কাশ্মীর হামলার রেশ আইপিএলে, ৩ নিয়মে বদল

স্পোর্টস ডেস্ক

২৩ এপ্রিল ২০২৫, ০২:১১ পিএম

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পাহলগামে সন্ত্রাসীদের গুলিতে ২৬ জন পর্যটক নিহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় নিরাপত্তা সূত্রগুলো। গত কয়েক বছরে এই হিমালয়ান অঞ্চলে বেসামরিকদের লক্ষ্য করে এটিই সবচেয়ে ভয়াবহ হামলা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। এমন নির্মম ঘটনায় আইপিএলের নিয়মে পরিবর্তন এসেছে, সাধরণ মানুষের মৃত্যুতে শোক জানিয়ে আজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদ দলের ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন। 

এছাড়াও ম্যাচ শুরু হওয়ার আগে এক মিনিট নীরবতা পালন করা হবে নিহতদের স্মরণে। এ নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) সূত্রে জানানো হয়েছে, 'আজকের মুম্বাই-হায়দারাবাদ ম্যাচে ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরে খেলবেন এবং এক মিনিট নীরবতা পালন করবেন পহেলগামে নিহতদের শ্রদ্ধা জানাতে।'

এছাড়াও, আজকের ম্যাচে থাকছে না কোনো চিয়ারলিডার কিংবা আতশবাজির প্রদর্শনী। আনন্দের পরিবর্তে, ম্যাচটিকে উৎসর্গ করা হয়েছে এই মর্মান্তিক ঘটনার শিকারদের প্রতি শ্রদ্ধা জানাতে।

গতকাল (মঙ্গলবার) দক্ষিণ কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পহেলগামে সন্ত্রাসবাদীরা নির্বিচারে গুলি চালিয়ে অন্তত ২৬ জনকে হত্যা করে এবং বহু মানুষ আহত হন। এই ঘটনার নিন্দা জানিয়েছে গোটা বিশ্ব।

ভারতের বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ম্যাচে মোট ৩টি বদলের কথা ভেবেছে বিসিসিআই।

এক- মুম্বই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটাররা আজকের আইপিএল ম্যাচে কালো আর্মব্যান্ড পরে খেলবেন। এবং আম্পায়ররাও কালো আর্মব্যান্ড পরে থাকবেন এই ম্যাচ। একানায় খেলা শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে।

দুই-আইপিএলের সকল ম্যাচেই সাধারণত বাজি এবং আলোর প্রদর্শনী হয়ে থাকে। ইনিংস বিরতিতে আলো ও লেজ়ার শো হয়। ম্যাচ শেষে হয় বাজি প্রদর্শনী। আজকের ম্যাচে বিসিসিআই এইভাবে উল্লাস প্রকাশ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

তিন- আইপিএলের প্রতিটি ম্যাচেই চিয়ারলিডারদের পারফর্ম করতে দেখা যায়। ব্যাটাররা চার, ছয় মারলে, বোলাররা উইকেট নিয়ে চিয়ারলিডাররা উচ্ছ্বাস প্রকাশ করেন নিজ নিজ দলের হয়ে। কিন্তু হায়দরাবাদ বনাম মুম্বই ম্যাচে চিয়ারলিডাররা পারফর্ম করবেন না।