images

স্পোর্টস / ক্রিকেট

পিএসএলে তিন ম্যাচে রেকর্ডের খাতায় রিশাদ

স্পোর্টস ডেস্ক

২৩ এপ্রিল ২০২৫, ১২:৩৮ পিএম

পিএসএলের ম্যাচ মানেই বল হাতে রিশাদের উইকেট। এ যেন নিত্যদিনের স্বাভাবিক ঘটনায় রূপ নিয়েছে। গতকাল ম্যাচেও ২ উইকেট শিকার করে যেন রিশাদ প্রমাণ করলেন এই কথাটাই। নিজের খেলা তৃতীয় ম্যাচে মুলতান সুলতানসের বিপক্ষে চার ওভার হাত ঘুরিয়ে ৪৫ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। 

ইকোনমি রেট বলছে, বল হাতে একটু খরুচেই হয়ে গিয়েছিলেন রিশাদ। তবে ম্যাচের মোমেন্টাম কিছুটা হলেও লাহোরের দিকে ফিরিয়ে এনেছে তার এই উইকেট জোড়া। যদিও শেষ পর্যন্ত তার দল হেরেছে ৩৩ রানে। তবুও রিশাদের পারফরম্যান্সই এনে দিয়েছে তাকে একটি গৌরবময় রেকর্ড।

পিএসএলে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারী হিসেবে তিনি এখন যৌথভাবে আছেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে—সবার উইকেট সংখ্যা ৮। তবে পার্থক্য হলো, রিশাদ এই কীর্তি গড়েছেন মাত্র ৩ ম্যাচে, যেখানে বাকিদের লেগেছে অন্তত দুটি আসর।

এছাড়াও এক আসরে বাংলাদেশের কোনো ক্রিকেটারের সবচেয়ে বেশি উইকেটের রেকর্ডটিও এখন রিশাদের। মাহমুদউল্লাহ ২০১৬-১৭ মৌসুমে কোয়েটার হয়ে নিয়েছিলেন ৭ উইকেট, আর রিশাদ এবার ইতিমধ্যে নিয়েছেন ৮।

অপরদিকে আসরে সর্বোচ্চ উইকেটের তালিকায় রিশাদ এখন আছেন তৃতীয় স্থানে। তাঁর ওপরে আছেন কেবল জেসন হোল্ডার (১১ উইকেট) ও হাসান আলী (১০ উইকেট)।