স্পোর্টস ডেস্ক
২৩ এপ্রিল ২০২৫, ১২:০৯ পিএম
আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নেওয়া প্রথম বাংলাদেশি আম্পায়ার তিনি। শরফুদৌল্লা সৈকত গত কয়েক বছরে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন আন্তর্জাতিক বেশ কয়েকটি আসরে দায়িত্ব পালন করে। সেই সৈকতই এবার ছাড়তে চাইছেন বিসিবির চাকরি!
ঘটনার সূত্রপাত ঢাকা প্রিমিয়ার লিগের আবাহনী-মোহামেডান ম্যাচে। ম্যাচের একটি সিদ্ধান্ত নিয়ে মোহামেডানের অধিনায়ক তাওহিদ হৃদয় দায়িত্ব পালনরত আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। হৃদয় মূলত সৈকতের সঙ্গেই অসদাচরণ করেছিলেন। ম্যাচের পর সৈকতকে নিয়ে বেশ কিছু আপত্তিকর মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল।
সৈকতের সঙ্গে করা সেই আচরণের কারণেই ডিমেরিট পয়েন্টের পাশাপাশি নিষেধাজ্ঞা নেমে এসেছিল হৃদয়ের ওপর। ৭টি ডিমেরিট পয়েন্ট পাওয়া হৃদয়কে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়।
তবে পরবর্তীতে জানা যায়, আবেদনের ফলে ডিমেরিট পয়েন্ট কমিয়ে দেওয়া হয়েছে। ফলে হৃদয়ের সেই নিষেধাজ্ঞাও কমে এক ম্যাচ করা হয়েছে। এক ম্যাচ পরেই সুপার লিগের ম্যাচে অগ্রণী ব্যাংকের বিপক্ষে মাঠে নামেন হৃদয়।
আর এখানেই বাধে বিপত্তি। এই সিদ্ধান্তে আম্পায়ারদের মর্যাদা লঙ্ঘিত হয়েছে বলে মনে করেন শরফুদ্দৌলা। নিজের সম্মান ও পেশাগত নৈতিকতার জায়গা থেকে বিসিবির চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন এই অভিজ্ঞ আম্পায়ার।
সূত্র বলছে, বিসিবির চাকরি ছাড়তে এরই মাঝে বোর্ডকে চিঠি দিয়েছেন সৈকত। তবে সৈকতের ব্যাপারে আজ বৈঠকে বসার কথা রয়েছে বিসিবির। এই বৈঠকের পরেই জানা যাবে সৈকত শেষ পর্যন্ত চাকরিতে থাকছেন কিনা।
শুধু শরফুদ্দৌলাই নন, আম্পায়ারিংয়ে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপে আগেও পদত্যাগ করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার এনামুল হক। এবার সেই তালিকায় যুক্ত হলেন দেশের সেরা আম্পায়ারও।