images

স্পোর্টস / ক্রিকেট

কোহলি-ওয়ার্নারকে পেছনে ফেলে আইপিএলে ইতিহাস গড়লেন রাহুল

স্পোর্টস ডেস্ক

২৩ এপ্রিল ২০২৫, ১০:২৮ এএম

আইপিএলের ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন দিল্লি ক্যাপিটালসের তারকা কেএল রাহুল। গতকাল লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচে ব্যাট করতে নেমে রাহুল ১৩০তম ইনিংসে আইপিএলে ৫০০০ রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন। এতদিন এই রেকর্ডটি ছিল ডেভিড ওয়ার্নারের দখলে, যিনি ১৩৫ ইনিংসে পৌঁছেছিলেন ৫০০০ রানে।

এই রেকর্ডের মাধ্যমে রাহুল আইপিএলের ইতিহাসে দ্রুততম ৫০০০ রানকারী ব্যাটসম্যান হলেন এবং বিরাট কোহলির নেতৃত্বাধীন সেই অভিজাত তালিকায় নিজের নাম লেখালেন, যেখানে রয়েছেন রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, শিখর ধাওয়ান, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি ও এবি ডি ভিলিয়ার্স।

এই ম্যাচের আগে রাহুলের দরকার ছিল মাত্র ৫১ রান ৫০০০ পূর্ণ করতে। তার ইনিংসে তিনি ক্রিস গেইলকেও (৪৯৬৫ রান) ছাপিয়ে আইপিএলের সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় উঠে এসেছেন।

আইপিএলে নিজের এক যুগের পথচলায় মোট পাঁচটি দলের হয়ে খেলেছেন রাহুল। ২০১৩ সালে তার অভিষেক হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। পরের মৌসুমে খেলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। দলটির হয়ে দুই আসরে ভালো করতে না পারার পর ২০১৬ সালে ফেরেন বেঙ্গালুরুতে। সেবার ১৪ ম্যাচে করেন ৩৯৭ রান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

২০১৮ আসরের আগে নিলামে ১১ কোটি রুপিতে পাঞ্জাব কিংসে যোগ দেন তিনি। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলেন এই স্টাইলিশ ব্যাটসম্যান। দলটির সর্বোচ্চ স্কোরার তিনি। ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত খেলেন লাখনউ জার্সিতে।

চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন রাহুল। সাত ম্যাচে ৬৪.৬০ গড়ে ও ১৫৩.৮০ স্ট্রাইক রেটে তার সংগ্রহ ৩২৩ রান। তিনটি হাফ-সেঞ্চুরি ইতিমধ্যেই ঝুলিতে পুরেছেন তিনি। লখনউয়ের বিরুদ্ধে ম্যাচে ৪০ বলে অর্ধশতক করে দলকে ১৩ বল বাকি থাকতেই জয় এনে দেন এই উইকেটরক্ষক ব্যাটার।