স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০২৫, ০১:৩৩ পিএম
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ২০২৪-২৫ মৌসুমের কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করেছে। যেখানে নতুন মুখের অন্তর্ভুক্তির সঙ্গে কিছু পুরনো ক্রিকেটারদের প্রত্যাবর্তন হয়েছে। নতুন এই তালিকায় ফের হারানো জায়গা ফিরে পেয়েছেন ২০২৩-২৪ মৌসুমের তালিকা থেকে বাদ যাওয়া শ্রেয়স আইয়ার এবং ঈশান কিষাণ৷ এছাড়া প্রথমবারের মতন কেন্দ্রীয় চুক্তিতে এসেছেন সাতজন।
ক্রিকেটারদের পারফরম্যান্স এবং তিনটি ফর্ম্যাটে অংশগ্রহণের উপর নির্ভর করে কেন্দ্রীয় চুক্তিগুলিকে চারটি বিভাগে ভাগ করা হয়েছে A+, A, B, C। এদিকে ধারণা করা হচ্ছিলো টি-টোয়েন্টি আন্তর্জাতিক থেকে অবসর নেওয়ার পর রোহিত, কোহলি এবং জাদেজার টাকা কমতে পারে। তবে এই তিন ক্রিকেটারের টাকা কমাননি বোর্ড। তাঁদের সঙ্গে এ+ বিভাগে রয়েছেন জসপ্রীত বুমরাহ।
এছাড়া ‘এ’ বিভাগে জায়গা পেয়েছেন ছয়জন ক্রিকেটার। তাঁরা হলেন মোহাম্মদ সিরাজ, লোকেশ রাহুল, শুভমন গিল, মোহাম্মদ শামি, ঋষভ পন্থ এবং হার্দিক পান্ডিয়া। পন্থ গত বছর ছিলেন ‘বি’ বিভাগে। এ বার তিনি ‘এ’ বিভাগে উঠে এসেছেন।
অপরদিকে ‘বি’ বিভাগে জায়গা পেয়েছেন পাঁচ জন ক্রিকেটার। তাঁরা হলেন সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যশস্বী জয়সওয়াল এবং শ্রেয়স আইয়ার। আর ‘সি’ বিভাগে জায়গা পেয়েছেন ১৯জন ক্রিকেটার। তারা হলেন রিঙ্কু সিংহ, তিলক বর্মা, রুতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে, রবি বিষ্ণই, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামসন, অর্শদীপ সিংহ, প্রসিদ্ধ কৃষ্ণ, রজত পাতিদার, ধ্রুব জুরেল, সরফরাজ খান, নীতীশ কুমার রেড্ডি, অভিষেক শর্মা, আকাশ দীপ, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা এবং ঈশান কিষান।
এক নজরে বিসিসিআইর কেন্দ্রীয় চুক্তি তালিকা:
গ্রেড এ+: রোহিত শর্মা, বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা
গ্রেড এ: ঋষভ পান্ত, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, কেএল রাহুল, শুভমান গিল এবং হার্দিক পান্ডিয়া
গ্রেড বি: সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, শ্রেয়াস আইয়ার এবং যশস্বী জয়সওয়াল।
গ্রেড সি: রিঙ্কু সিং, তিলক ভার্মা, রুতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামসন, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, রজত পাতিদার, ধ্রুব জুরেল, সরফরাজ খান, নীতিশ রেড্ডি, ইশান কিষাণ, অভিষেক শর্মা, আকাশ দীপ, বরুণ চক্রবর্তী এবং হার্শিত রানা
নতুন অন্তর্ভুক্ত: ধ্রুব জুরেল, সরফরাজ খান, নীতিশ রেড্ডি, ঈশান কিষাণ, অভিষেক শর্মা, আকাশ দীপ, বরুণ চক্রবর্তী, হার্শিত রানা, শ্রেয়াস আইয়ার।
বাদ পড়েছেন: শার্দুল ঠাকুর, জিতেশ শর্মা, শ্রিকার ভরত, আভেশ খান।