images

স্পোর্টস / ক্রিকেট

আরসিবিকে জেতানোর পথে রেকর্ড ফিফটি কোহলির

স্পোর্টস ডেস্ক

২০ এপ্রিল ২০২৫, ০৯:১০ পিএম

আইপিএলের নানা রেকর্ডে বিরাট কোহলির নামটা একদম ওপরেই থাকে। আর পাঞ্জাব কিংসের বিপক্ষে আজকের ম্যাচে আবারও প্রমাণ করলেন কেন তিনি কিংবদন্তি। মোহালির মুল্লানপুর স্টেডিয়ামে ১৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোহলির ঠাণ্ডা মাথার ইনিংসেই জয় তুলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

৪৩ বল খেলে ফিফটি করেন কোহলি। এই ফিফটি করেই তিনি টপকে গেলেন ডেভিড ওয়ার্নারকে। এতদিন আইপিএলে সবচেয়ে বেশি ৫০+ ইনিংসের রেকর্ড ছিল ওয়ার্নারের দখলে—৬৬টি (৬২ ফিফটি ও ৪ সেঞ্চুরি)।

কিন্তু এখন সেই জায়গাটা নিজের করে নিয়েছেন কোহলি। তার ঝুলিতে এখন মোট ৬৭টি ৫০+ ইনিংস—৫৯ ফিফটি ও ৮ সেঞ্চুরি।

সেরা পাঁচে চার ভারতীয়

এই তালিকায় সেরা পাঁচের চারজনই ভারতীয়। তৃতীয় স্থানে আছেন শিখর ধাওয়ান (৫১ ফিফটি ও ২ সেঞ্চুরি), চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন রোহিত শর্মা ও কেএল রাহুল।

আরসিবির পঞ্চম জয়ে বড় ভূমিকা কোহলির

পাঞ্জাব কিংসের ইনিংসে শুরুটা ভালো হলেও মাঝপথে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। আরসিবির স্পিনাররা দারুণভাবে চেপে ধরে, যার ফলে শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৫৭ রানেই থেমে যায় পাঞ্জাব।

জবাবে ব্যাটিংয়ে নেমে আরসিবি শুরুতে ফিল সল্টকে হারালেও একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন কোহলি। এবারের আসরে এটি তার চতুর্থ ফিফটি। পুরো ইনিংসেই ছিল সংযম, ধৈর্য আর অভিজ্ঞতার ছাপ।

শেষ পর্যন্ত তার ইনিংসেই ভর করে আরসিবি পৌঁছে যায় জয়ের বন্দরে। চলতি মৌসুমে প্রতিপক্ষের ম্যাচে ৫ ম্যাচ খেলে সবকটিতেই জয়ের দেখা পেল কোহলির দল।