স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০২৫, ০৭:২৮ পিএম
হামজা চৌধুরির আগমন যেন বাংলাদেশ ফুটবলে নতুন দিগন্তের দ্বার উন্মোচন করে দিয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্রথম ফুটবলার হিসেবে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে হামজার। এরপর আরও অনেক প্রবাসী বাংলাদেশি ফুটবলারই লাল-সবুজের জার্সি গায়ে দেওয়ার আগ্রহ জানিয়েছেন। সমিত সোমের পর এবার সে তালিকায় যুক্ত হয়েছে নতুন নাম, তিনি ইংলিশ ক্লাবে খেলা কিউবা মিচেল।
কানাডার জাতীয় দলে খেলা সমিত বাংলাদেশের জার্সিতে খেলতে আগ্রহ প্রকাশ করার পর তার প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করার কাজ চলছে। এদিকে লাল-সবুজের জার্সি গায়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন কিউবাও।
ইংল্যান্ডের দ্বিতীয় সারির ক্লাব সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলেন ১৯ বছর বয়সী কিউবা। কিউবার বাবা জ্যামাইকান হলেও মা বাংলাদেশি। ফলে বাংলাদেশের জার্সিতে খেলার সুযোগ রয়েছে তার।
কিউবার প্রতিনিধির সঙ্গে তাই যোগাযোগ করেছে বাফুফে। আর প্রতিনিধির মাধ্যমেই কিউবা জানিয়েছেন, লাল-সবুজের জার্সিতে খেলতে চান তিনি। ফলে তার পাসপোর্ট থেকে শুরু করে পরবর্তী ধাপের কার্যক্রম শীঘ্রই শুরু করা হতে পারে বলেই ধারণা করা হচ্ছে।
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে আগামী ১০ জুন সিঙ্গাপুরে বিপক্ষে খেলবে বাংলাদেশ। সব ঠিক থাকলে আসন্ন এই ম্যাচ দিয়ে অভিষেক হতে পারে কিউবার। এদিকে সমিতকে নিয়েও মিলেছে নতুন সুখবর। কানাডার জাতীয় দলে খেলা এ ফুটবলারের জন্ম নিবন্ধন সনদ সম্পন্ন হয়েছে। এবার পাসপোর্টের কাজ শুরু করা হবে। পাসপোর্ট হাতে পাওয়ার পর কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশনের অনাপত্তিপত্র সংগ্রহ করতে হবে বাফুফেকে। এরপর ফিফার অনুমতি পেলেই বাংলাদেশের হয়ে খেলতে পারবেন সমিত।