স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০২৫, ০৫:৫৫ পিএম
ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। দুই টেস্টের প্রথমটি শুরু হয়েছে আজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সফরকারীদের বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগারদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে স্বাগতিকদের বিপক্ষে বল হাতে দিনটা নিজেদের করে নেয় রোদেশিয়ানরা। টাইগারদের অল আউট করে মাত্র ১৯১ রানেই। এরপর ব্যাত করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান করে ১ম দিনের খেলা শেষ করে জিম্বাবুয়ে।
বাংলাদেশ ১৯১ রানে অল আউট হওয়ার পর দিনের শেষভাগে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। টাইগার পেসারদের বিপক্ষে দিনের শেষটা দেখেশুনেই খেলেছেন সফরকারীদের দুই ওপেনার। ওয়ানডে মেজাজে খেলে স্কোরবোর্ডে দ্রুত রান তুলেছেন ব্রায়ান বেনেট ও বেন কারান। দিন শেষে ৩৭ বলে ৪০ রানে অপরাজিত আছেন বেনেট, কারান অপরাজিত আছেন ৪৯ বলে ১৭ রানে। জিম্বাবুয়ে পিছিয়ে আছে ১২৪ রানে।
এর আগে দিনের শুরুতে আগে ব্যাট করতে বাংলাদেশের দুই ওপেনারও বড় সংগ্রহ এনে দিতে ব্যর্থ হন। দলীয় ৩২ রানের মধ্যেই সাজঘরে ফিরেন মাহমুদুল জয় ও শাদমান ইসলাম। এরপর মমিনুল-শান্ত মিলে গড়েছিলেন ৬৬ রানের জুটি। ক্রিজে থিতু হলেও শান্ত নিজের ইনিংস বড় করতে পারেননি। ৬৯ বলে ৪০ রান করে তিনি আউট হন। এদিকে মমিনুল ফিফটির দেখা পেলেও তিনি বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন।
১০৫ বলে ৫৬ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেন মমিনুল। এরপর মুশফিক-মিরাজরা দলের হাল ধরতে ব্যর্থ হন। ১৪৬ রানে ৭ উইকেট হারানোর পর হাসান মাহমুদকে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেছিলেন জাকের আলী। এ দুজন মিলে স্কোরবোর্ডে তুলেছিলেন ৪১ রান। তবে ৩০ বলে ১৯ রান করে হাসান আউট হলে ভাঙে এ জুটি। এরপর জাকেরও দ্রুতই ফিরলে বাংলাদেশ শেষ পর্যন্ত থামে ১৯১ রানে।