images

স্পোর্টস / ক্রিকেট

বিশ্বকাপ বাছাইয়ের সেরা একাদশে বাংলাদেশের জ্যোতি ও শারমিন

স্পোর্টস ডেস্ক

২০ এপ্রিল ২০২৫, ০৫:১৫ পিএম

নারী বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। বাছাইপর্বে টানা তিন ম্যাচ জিতলেও নিজেদের সবশেষ দুই ম্যাচে হেরেছে ট্রাইগ্রেসরা। তবে রান রেটে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এগিয়ে থাকায় শেষ পর্যন্ত মূল পর্বে খেলা নিশ্চিত করেছে লাল-সবুজের দল।

বাছাইপর্বে বাংলাদেশের হয়ে জয়ের ম্যাচগুলোতে দুর্দান্ত খেলেছেন নিগার সুলতানা ও শারমিন আক্তার। দুর্দান্ত খেলার স্বীকৃতিও পেয়েছেন এ দুজন। জায়গা পেয়েছেন বাছাইপর্বের সেরা একাদশে।

বাছাইপর্বের সেরা একাদশ রোববার প্রকাশ করেছে আইসিসি। এই একাদশে সর্বোচ্চ চার জন জায়গা পেয়েছেন পাকিস্তান থেকে। তিন জন আছেন ওয়েস্ট ইন্ডিজের ও দুই জন স্কটল্যান্ডের।

আইসিসি ঘোষিত একাদশে ওপেনার হিসেবে আছেন পাকিস্তানের মুনিবা আলি ও ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস। অলরাউন্ডার ম্যাথিউস পাঁচ ম্যাচে করেছেন ২৪০ রান, তার নামের পাশে আছে একটি করে সেঞ্চুরি ও ফিফটি। এছাড়া বল হাতে নিয়েছেন ১৩ উইকেট।

এদিকে মুনিবা দুই ফিফটিতে করেছেন ২২৩ রান। টপ অর্ডারে জায়গা পাওয়া বাংলাদেশের শারমিন বাছাইপর্বে করেছেন ২৬৬ রান। বাংলাদেশ অধিনায়ক জ্যোতি দুটি ক্যাচ নেওয়ার পাশাপাশি স্টাম্পিং করেছেন তিনটি, এছাড়া ব্যাট হাতে দুই ফিফটি ও এক সেঞ্চুরিতে ২৪১ রান করেছেন তিনি।

উইমেন’স বিশ্বকাপ বাছাই পর্বের একাদশ: হেইলি ম্যাথিউস (ওয়েস্ট ইন্ডিজ), মুনিবা আলি (পাকিস্তান), শারমিন আক্তার (বাংলাদেশ), ক্যাথরিন ব্রাইস (স্কটল্যান্ড), নিগার সুলতানা (বাংলাদেশ, উইকেটরক্ষক), ফাতিমা সানা (পাকিস্তান, অধিনায়ক), চিনেল হেনরি (ওয়েস্ট ইন্ডিজ), আলিয়াহ অ্যালাইন (ওয়েস্ট ইন্ডিজ), ক্যাথরিন ফ্রেজার (স্কটল্যান্ড), নাস্রা সান্ধু (পাকিস্তান), সাদিয়া ইকবাল (পাকিস্তান)।

দ্বাদশ ক্রিকেটার: রাবেয়া খান (বাংলাদেশ)