স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০২৫, ০৩:১০ পিএম
রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানে গিয়ে চলতি বছরে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আপত্তি ছিল ভারতের। এ কারণে দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই দাবী জানিয়েছিল হাইব্রিড মডেলে এ টুর্নামেন্ট আয়োজনের। নানা টালবাহানার পর ভারতের হস্তক্ষেপে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়ায় হাইব্রিড মডেলেই। এর আগে ভাতের জন্য এশিয়া কাপও আয়োজন হয় হাইব্রিড মডলে। এবার বিসিসিআইয়ের দেখানো পথেই হাটছে পিসিবি।
২০২৫ সালের নারী ওয়ানডে বিশ্বকাপের আসর বসবে ভারতের মাটিতে। সম্প্রতি এই আসরের টিকিট নিশ্চিত করে পকিস্তানের মেয়েরা। তবে ভারতের মাটিতে অংশ নিতে চায় না পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি মহসিন নকভী নিশ্চিত করেছেন, রাজনৈতিক টানাপড়েনের কারণে পাকিস্তান দল নিরপেক্ষ ভেন্যুতে তাদের ম্যাচগুলো খেলবে।
কিছুদিন আগে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে খেলা হয়েছিল। সেই সময় দুই বোর্ড আলোচনার পর ঠিক করে যে, ২০২৭ পর্যন্ত আইসিসি টুর্নামেন্টে দুই দেশের ম্যাচ নিরপেক্ষ ভেনুতে হবে। সেই দাবিই এবার পিসিবি সভাপতির।
নাকভী বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল পাকিস্তানে খেলতে আসেনি। নিরপেক্ষ ভেন্যুতে ওরা খেলেছিল। আমরাও এ বার সেটাই চাই। মেয়েদের বিশ্বকাপে যেখানে ম্যাচ দেওয়া হবে, সেখানেই খেলা হবে। এই নিয়ে চুক্তি হয়েছে। ফলে এমনটা মানা কাম্য।’
এ বছরের ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে আইসিসি নারী বিশ্বকাপ। যা চলবে ২৬ অক্টোবর অবধি। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আয়োজক ভারত ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।