স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০২৫, ১০:৫৫ এএম
বর্তমানে ফুটবলের অন্যতম সেরা তারকাদের একজন নেইমার জুনিয়র। ব্রাজিলের এই পোস্টারবয়কে ক্যারিয়ারের পুরোটা সময়ই লড়াই করতে হয়েছে চোটের বিরুদ্ধে। বরাবরই তিনি লড়াইয়ে জয়ী হয়েই ফিরে এসেছেন, এবারও তাঁর ব্যতিক্রম হয়নি। তবে তারা ফেরাটা বেশি সুখকর হয়নি। মার্চে চোট পেয়ে ছয় সপ্তাহের জন্য মাঠের বাহিরে ছিটকে যান সেলেসাও তারকা।
যার জন্য খেলা হয়নি ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচ। সেই চোট কাটিয়ে ফের মাঠে ফিরিছিলেন সাবেক পিএসজি, বার্সেলোনা ও আল হিলাল তারকা। তবে মাঠে মাত্র ৩৪ মিনিট টিকতে পেরেছিলেন তিনি, গত সপ্তাহে ফের পুরোনও চোটে মাঠ ছেড়েছেন তিনি। সে সময় আনুষ্ঠানিক ভাবে না আসলেও, এবার জানা গেল দুই মাসের জন্য মাঠের বাহিরে যাচ্ছেন ব্রাজিলের পোষ্টার বয়।
ইএসপিএন জানিয়েছে, নতুন এই চোটের কারণে কমপক্ষে ৪ থেকে ৬ সপ্তাহ খেলতে পারবেন না নেইমার। তবে এই সময়ের পরেও সুস্থ হয়ে কবে খেলতে পারবেন নেইমার, সেই ব্যাপারেও নিশ্চিত নয় সান্তোস। ব্রাজিল তাদের পরবর্তী বাছাইপর্বের ম্যাচ খেলবে আগামী জুনে। তার আগে মাঠে ফিরে পুরোপুরি ফিট হতে পারবেন কিনা, সে নিয়েও রয়েছে নানা জল্পনা কল্পনা।
এদিকে ব্রাজিলের বিভিন্ন সংবাদ মাধ্যমে অভিযোগ করা হয়েছে, পর্যাপ্ত ফিট না হয়ে নেইমার ম্যাচ খেলতে নেমে যান। এছাড়া ইনজুরির সময়ে অনিয়ন্ত্রিত জীবন যাপন করেন তিনি। যে কারণে ইনজুরি তার পিছু ছাড়ছে না বলেও অভিযোগ করা হয়।
নেইমার সান্তোসে ফেরায় ভক্তরা তাকে বাহবা দিয়েছিলেন। জাতীয় দলে খেলার পরিকল্পনায় সান্তোসে ম্যাচ খেলতে চাওয়ার বিষয়টিকে ইতিবাচক বলা হচ্ছিল। কিন্তু একের পর এক নেইমার ইনজুরিতে পড়ায় এবার তাই অবসর চাইছেন ব্রাজিলের ভক্তরাই। তার অবসরের সময় হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ভক্তরা।
যার জন্য প্রশ্ন উঠেছে চোটে জর্জরিত নেইমারের ২০২৬ বিশ্বকাপে খেলার আর সম্ভাবনা নেই বললেই চলে। জাতীয় দল থেকে অবসর নেওয়ার গুঞ্জনটাও তাই জোরেশোরে শোনা যাচ্ছে।