স্পোর্টস ডেস্ক
১৮ এপ্রিল ২০২৫, ০৫:৫১ পিএম
ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ার বলেছেন, লিওর বিপক্ষে ৫-৪ গোলের জয়টি ছিল তার জীবনের "সবচেয়ে অদ্ভুত ম্যাচ"। এই ম্যাচে অতিরিক্ত সময়ের ১২০তম মিনিটে ম্যাগুয়ার দ্বিতীয় গোলটি করেন, যা ইউনাইটেডকে ইউরোপা লিগের সেমি-ফাইনালে নিয়ে যায়। দুই লেগ মিলিয়ে ইউনাইটেড ৭-৬ ব্যবধানে জয় পায়।
লিয়ন প্রথমে ২-০ গোলে পিছিয়ে ছিল। এরপর তারা চারটি গোল করে এগিয়ে যায়। তাদের এক খেলোয়াড়, করেন্টিন টোলিসো, লাল কার্ড পান। কিন্তু অতিরিক্ত সময়ে ইউনাইটেড মাত্র সাত মিনিটে তিনটি গোল করে জয় তুলে নেয়। এই ম্যাচে ইউরোপের ইতিহাসে প্রথমবার অতিরিক্ত সময়ে পাঁচটি গোল হয়েছে। ইউনাইটেড-ই প্রথম দল যারা ১২০তম মিনিটে দুটি গোল করেছে।
ম্যাগুয়ার বলেন, "এত গুরুত্বপূর্ণ ম্যাচে জয়সূচক গোল করা দারুণ এক অনুভূতি। এটা ছিল অনেক আবেগের এবং সত্যি বলতে, এটা আমার খেলা সবচেয়ে অদ্ভুত এবং পাগলাটে ম্যাচ। আমি ছয় বছর ধরে এখানে খেলছি। অনেক ভালো সময় কেটেছে, আবার কঠিন সময়ও গেছে। এই ম্যাচটা আমার ইউনাইটেডের যাত্রাকে অনেকটাই বোঝায়।"
তিনি আরও বলেন, "যদি আমরা ৪-২ গোলে হেরে যেতাম, আমি জানি না কেমন লাগত। সেটা ভাবতেও ভালো লাগে না।"
ম্যাচে প্রথমার্ধে ইউনাইটেডই এগিয়ে ছিল, ম্যানুয়েল উগার্তে ও দিয়োগো দালোতের গোলে ২ গোলের লিড নিয়েছিল। তারপর লিও দুটি গোল করে সমতা ফেরায়। এক্সট্রা টাইমে রায়ান চেরকি তাদের এগিয়ে দেন এবং আলেক্সান্দ্রে লাকাজেত পেনাল্টি থেকে আরেকটি গোল করেন।
লিয়নের খেলোয়াড়রা সেই গোলের পর উদযাপন করে যেন ম্যাচ শেষ হয়ে গেছে। ম্যাগুয়ার বলেন, "তাদের দেখে মনে হচ্ছিল তারা ম্যাচ জিতেই গেছে। ওদের এমন উদযাপন আমাদের আরও উৎসাহ দেয় ম্যাচটা ঘুরিয়ে দেওয়ার জন্য।"
তিনি বলেন, "আমরা নিজেরাই নিজেদের বিপদে ফেলেছিলাম। এক জন কম থাকা দলের বিপক্ষে আমাদের এমন ভুল করা উচিত হয়নি। যদি আমরা এই ট্রফি জিততে চাই, তাহলে আরও ভালো খেলতে হবে। এমন ঝুঁকির মধ্যে পড়লে চলবে না।"
এখন সেমি-ফাইনালে ইউনাইটেড খেলবে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক বিলবাও-এর বিপক্ষে, যারা কোয়ার্টার ফাইনালে রেঞ্জার্সকে ২-০ ব্যবধানে হারিয়েছে।