স্পোর্টস ডেস্ক
১৮ এপ্রিল ২০২৫, ১২:০৭ পিএম
আইপিএল ২০২৫-এর বাকি অংশে চোট পাওয়া গ্লেন ফিলিপসের জায়গায় শ্রীলঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকাকে দলে নিয়েছে গুজরাট টাইটানস। আগেও ২০২৩ মৌসুমে গুজরাটের হয়ে খেলেছেন শানাকা। এবার তাকে ৭৫ লাখ রুপিতে দলে ভেড়ানো হয়েছে।
হায়দরাবাদে সানরাইজার্সের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে গ্রোইনে চোট পান গ্লেন ফিলিপস। এরপর চোটের অবস্থা খারাপ হওয়ায় তাকে দেশে ফিরে যেতে হয়েছে এবং এবারের আইপিএল থেকে ছিটকে পড়েন নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার।
শানাকার আইপিএল অভিজ্ঞতা খুব একটা সমৃদ্ধ নয়। ২০২৩ সালে গুজরাটের হয়ে মাত্র তিনটি ম্যাচ খেলেছেন তিনি, যেখানে ব্যাট হাতে করেছিলেন মোটে ২৬ রান। বল হাতে কোনো সুযোগই পাননি।
এর আগেই ব্যক্তিগত কারণে দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা দল ছেড়েছেন ৩ এপ্রিল। তবে এখন পর্যন্ত তার পরিবর্তে কাউকে নেওয়া হয়নি এবং রাবাদা আদৌ ফিরবেন কিনা, তাও নিশ্চিত নয়।
তবে এত সমস্যার মধ্যেও দারুণ ছন্দে রয়েছে গুজরাট টাইটানস। এখন পর্যন্ত ৬ ম্যাচের ৪টিতে জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে তারা। লিগ পর্বের প্রায় অর্ধেক পার হয়ে গেলেও, ভালো ছন্দে আছে শুভমান গিলের দল। আগামী শনিবার ঘরের মাঠে লিগের শীর্ষে থাকা দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে গুজরাট।