স্পোর্টস ডেস্ক
১৭ এপ্রিল ২০২৫, ০৫:১৯ পিএম
ভারতীয় জাতীয় পুরুষ দলের সহকারী কোচের পদ থেকে ছাঁটাই করা হয়েছে অভিষেক নায়ারকে। নিয়োগ পাওয়ার এক বছরের মধ্যেই এই সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
গত বছরের জুলাইয়ে কোচ হিসেবে যোগ দিয়েছিলেন মুম্বাইয়ের এই সাবেক অলরাউন্ডার। তবে ভারতের টেস্ট দলে হতাশাজনক পারফরম্যান্সের পর বিসিসিআই যে পর্যালোচনা শুরু করেছে, তাতে প্রথম বলি হলেন নায়ার।
নিউজিল্যান্ডের কাছে হোম সিরিজে ৩-০ ব্যবধানে হার এবং এরপর অস্ট্রেলিয়ায় বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ৩-১ হার, এই দুই বড় ধাক্কার পরেই নড়েচড়ে বসে বিসিসিআই। অস্ট্রেলিয়া সফর শেষে মুম্বাইয়ে অনুষ্ঠিত হয় বিস্তৃত এক পর্যালোচনা সভা। সেখানে উপস্থিত ছিলেন হেড কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক রোহিত শর্মা, নির্বাচক প্রধান অজিত আগারকর এবং বোর্ড সচিব দেবজিত সাইকিয়া।
গৌতম গম্ভীরের আস্থাভাজন হিসেবে নায়ারকে আনা হয়েছিল কোচিং স্টাফে। গম্ভীর এবং নায়ার দু’জনেই আইপিএল ২০২৪-এ কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে কাজ করেছেন, এবং সেই সাফল্যেই কেকেআর জিতেছে ১০ বছর পর তাদের তৃতীয় শিরোপা।
ঘরোয়া ক্রিকেটেও তেমন একটা কোচিংয়ের অভিজ্ঞতা ছিল না নায়ারের। যদিও তিনি ব্যক্তিগতভাবে কাজ করেছেন রোহিত শর্মা, দীনেশ কার্তিক, শ্রেয়াস আয়ার, ভেঙ্কটেশ আয়ার ও অঙ্কৃশ রঘুবংশীর মতো অনেক আন্তর্জাতিক ও সম্ভাবনাময় খেলোয়াড়ের সঙ্গে।
সম্প্রতি কেএল রাহুলও সাদা বলের ক্রিকেটে নিজের উন্নতির জন্য কৃতিত্ব দেন নায়ারকে। বলেন, “অভিষেক নায়ার ভাইকে বড় একটা ধন্যবাদ দিতে চাই। উনি টিমে আসার পর থেকেই আমি ওনার সঙ্গে অনেক কাজ করেছি।”
নায়ারের ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন শুরু হয় জানুয়ারির শেষ দিকে, যখন ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে বিসিসিআই নতুন ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত করে সিতাংশু কোঠাককে। কোঠাক, নায়ার, সহকারী কোচ রায়ান টেন ডোশাটে এবং ফিল্ডিং কোচ টি দিলিপ, চারজনই সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গম্ভীরের সাপোর্ট স্টাফ হিসেবে কাজ করেছেন।