images

স্পোর্টস / ক্রিকেট

সুযোগ পেলে পিএসএল ছেড়ে আইপিএল খেলবেন আমির

স্পোর্টস ডেস্ক

১২ এপ্রিল ২০২৫, ০৪:০৭ পিএম

images

২০০৮ সাল থেকে পথচলা শুরু মেগা ইভেন্ট আইপিএলের। অন্যান্য দেশের ক্রিকেটারদের মতো সেবার অংশ নিয়েছিলো পাকিস্তানের ক্রিকেটাররাও। তবে রাজনৈতিক বৈরিতার প্রভাবে এরপর থেকে আইপিএলে আর দেখা যায়নি পাক ক্রিকেটারদের। রাজনৈতিক টানাপোড়েনের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাকিস্তানি ক্রিকেটাররা নিষিদ্ধ। তবে ম্যান ইন গ্রিনদের তারকা ক্রিকেটার আমির বেশ কয়েকবার আইপিএলে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন।   

তার স্ত্রী নারজিস খাতুন ব্রিটিশ নাগরিক। আমিরের আশা, আগামী বছর তিনিও ব্রিটেনের নাগরিকত্ব পেয়ে যাবেন। সেক্ষেত্রে আইপিএল খেলতে আর কোনো বাধা থাকবে না। সেই সময় যদি একই সময়ে আইপিএল, পিএসএল হয়, তাহলে কোন লিগে খেলবেন আমির? কোয়েটার হয়ে পিএসএল খেলা আমিরকে দলটির পডকাস্টে এমন একটা প্রশ্ন করা হয়েছিল। 

জবাবে পাকিস্তানের বাঁহাতি পেসার কোনো দ্বিধাদন্দ্ব ছাড়াই পরিস্কার বলে দেন, ‘সত্যি বলতে, যদি সুযোগ পাই অবশ্যই আমি আইপিএল খেলতে চাইব। আমি খোলাখুলিভাবেই বলছি। তবে আইপিএলে যদি সুযোগ না পাই, তাহলে পিএসএলই খেলব।’

এর আগে কিছুদিন আগেই আমির বলেছিলেন, ‘আগামী বছর আইপিএলে খেলার সুযোগ আসবে। যদি কোনো দল আমাকে নেয়, আমি আইপিএলে খেলব।’

আসলে মোহাম্মদ আমিরের স্ত্রী ব্রিটিশ নাগরিক। আমিরও বেশির ভাগ সময় থাকেনও ইংল্যান্ডেই। স্ত্রীর সুবাদেই ব্রিটিশ পাসপোর্ট পেতে যাচ্ছেন পাকিস্তানি তারকা পেসার। তখন ব্রিটিশ নাগরিক হিসেবে আইপিএল খেলতে তার কোনো বাধা থাকবে না। আইপিএলে পছন্দের দলও আছে আমিরের। সুযোগ পেলে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে খেলার ইচ্ছার কথাও তিনি জানিয়েছিলেন।