স্পোর্টস ডেস্ক
১১ এপ্রিল ২০২৫, ০৭:৪৪ পিএম
বয়স কেবল সংখ্যা- এই কথাটির জীবন্ত উদাহরণ হয়ে উঠলেন জোয়ানা চাইল্ড। ৬৪ বছর বয়সে পর্তুগালের নারী ক্রিকেট দলে আন্তর্জাতিক অভিষেক ঘটিয়ে তিনি প্রমাণ করলেন, খেলাধুলায় বয়স কোনো বাধা নয়।
সম্প্রতি নরওয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পর্তুগালের হয়ে মাঠে নামেন জোয়ানা। অভিষেক ম্যাচে তিনি ব্যাট হাতে মাত্র ২ রান করলেও তার দল ১১০ রানের লক্ষ্য সফলভাবে তাড়া করে জয় তুলে নেয়।
জোয়ানার অভিষেক শুধুমাত্র পর্তুগালের নারী ক্রিকেটে নয়, আন্তর্জাতিক ক্রিকেটেও তা এক অনন্য নজির। তিনি হলেন আন্তর্জাতিক নারী টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি দ্বিতীয় খেলোয়াড়। এখনও পর্যন্ত সব থেকে বেশি বয়সে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেকের বিশ্বরেকর্ড রয়েছে জিব্রাল্টার উইকেটকিপার-ব্যাটার সেলি বার্টনের।
সিরিজের বাকি দুই ম্যাচেও একাদশে ছিলেন তিনি। অভিষেকের পর তার ব্যাট-বল হাতে তেমন নজরকাড়া পারফরম্যান্স না থাকলেও তার সাহসিকতা ও স্পিরিট প্রশংসা কুড়িয়েছে বিশ্বব্যাপী ক্রিকেটপ্রেমীদের।
জোয়ানার এই অর্জন আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে পর্তুগালের নারী দলের ভিন্নধর্মী গঠন দেখে। একই দলে খেলেছেন ১৫ বছর বয়সী ইশরিত চিমা, ১৬ বছর বয়সী মারিয়াম ওয়াসিম এবং আফশিন আহমেদের মতো কিশোরী খেলোয়াড়রা। অভিজ্ঞতা ও তারুণ্যের এমন মিশ্রণ দলকে এনে দিয়েছে ২-১ সিরিজ জয়।
বোলিংয়ে জোয়ানা ৪ বল করে ১১ রান দেন। পরিসংখ্যানের বাইরে তার অভিষেক আন্তর্জাতিক ক্রিকেটে অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে—যেখানে বয়স নয়, সাহস আর আত্মবিশ্বাসই বড়।