স্পোর্টস ডেস্ক
০৮ এপ্রিল ২০২৫, ০৯:০৯ পিএম
চলতি মাসেই বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। টাইগারদের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে সফরকারীরা। ঘরের মাঠে আসন্ন এ সাদা পোশাকের সিরিজের প্রথম ম্যাচের জন্য আজ শক্তিশালী দল ঘোষণা করেছে বিসিবি। এরপর এক ভিডিও বার্তায় জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণার কারণ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০ থেকে ২৪ এপ্রিল প্রথম টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে, দ্বিতীয় ম্যাচটি ২৮ এপ্রিল থেকে ২ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আসন্ন এ সিরিজে খেলা হচ্ছে না তাসকিন আহমেদের। চোটের কারণে ছিটকে গেছেন তিনি।
ঘরের মাঠে বাংলাদেশ সবশেষ টেস্ট জিতেছে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে টাইগাররা। সাদা পোশাকে ঘরের মাঠে টাইগারদের এমন পারফর্ম্যান্সের কারণে চিন্তিত বলেই শক্তিশালী দল দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচক।
তিনি বলেন, ‘গত এক বছরে আমাদের দেশের পারফরম্যান্স নিয়ে আমরা যথেষ্ট চিন্তিত। সে কারণে জিম্বাবুয়ের সঙ্গে আমাদের সম্ভাব্য সেরা দলটি নিয়ে আমরা খেলার চেষ্টা করছি।’
ঘশোহিত দলে ৪ পেসারের সঙ্গে আছেন তিন ওপেনার, তিন স্পিনার। এমন দল দেওয়ার পেছনে কনকাশনের ব্যাপারট্ব বিবেচনায় নিয়েছেন বলে জানিয়েছেন গাজী আশরাফ হোসেন। তিনি বলেন, ‘কনকাশন আসার পর থেকে লাইক টু লাইক রিপ্লেসমেন্টের (একই ধরনের ক্রিকেটার) যে কথাটা চলে আসছে, সে কারণে একজন বাড়তি ওপেনার, মিডল অর্ডারে একটা রাখা, স্পিনে একজন রাখা, পেস বোলিংয়ে যদি তিনজন সিমার থাকে, সেখানেও একজন রাখে। সে কারণে আমাদের স্কোয়াডটা ১৫ জনের করেছি।’
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জন্য ছুটিতে থাকায় লিটন দাস থাকছেন না প্রথম টেস্টে। তার না থাকা নির্বাচকদের মধুর সমস্যায় ফেলে দিয়েছে বলেও জানিয়েছেন টাইগারদের প্রধান নির্বাচক। তিনি বলেন, ‘৬ বা ৭ এ লিটন দাস না থাকায় এখানে একটা মধুর সমস্যা আছে। এটা বেশি চ্যালেঞ্জিং হবে; পাশাপাশি আমাদের স্পিনে অনেক অপশন আছে, মেহেদী মিরাজ অলরাউন্ডার হিসেবে আছেন, তাইজুল আছেন, নাঈম আছেন, সো এই অপশনটাও রাখা হয়েছে। চার পেসার আছেন, সেখানেও অপশন থাকবে।’