স্পোর্টস ডেস্ক
০৭ এপ্রিল ২০২৫, ০৩:২৭ পিএম
অ্যাতলেতিকো মাদ্রিদের জন্য গত এক মাস ছিল বেশ হতাশাজনক। চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দেই ছিল মাদ্রিদের দলটি। তবে এক ধাক্কায় যেন সব শেষ হয়ে গেল। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় রিয়ালের কাছে হেরে ছিটকে যাওয়ার পর কোপা দেল রেতেও বার্সেলোনার কাছে হেরে বিদায় নিতে হয়েছে দলটিকে। ছয় ম্যাচ ধরে জয়হীন থাকার পর অবশেষে জয়ে ফিরেছে দিয়েগো সিমিওনের শিষ্যরা।
লা লিগায় গতকাল সেভিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল অ্যাতলেতিকো। লিগ শিরোপা জয়ের দৌড়ে বেশ ভালোভাবে থাকলেও মৌসুমের শেষ দিকে এসে যেন ছন্দ হারিয়েছিল মাদ্রিদের ক্লাবটি। তবে গতকাল সেভিয়াকে হারিয়ে আবার যেন ছন্দে ফেরার বার্তাই দিল সিমিওনের শিষ্যরা।
ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছিল অ্যাতলেতিকো। তবে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান হুলিয়ান আলভারেজ। তবে প্রথমার্ধে আর কোনো গোল না পাওয়া দ্বিতীয়ার্ধেও আর গোল পায়নি। তবে অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে পাবলো ব্যারিওস গোল করায় শেষ পর্যন্ত জয় জিয়ে মাঠ ছাড়ে অ্যাতলেতিকো।
এই জয়ে লিগ টেবিলে অ্যাতলেতিকোর পয়েন্ট এখন ৬০। ৬৭ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে আছে বার্সেলোনা, ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। এই জয়ে লিগ শিরোপা জয়ের আশা কিছুটা হলেও টিকে থাকলো আলভারেজদের। আর এই সামান্য আশা নিয়েই শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন অ্যাতলেতিকো কোচ সিমিওনে।
তিনি বলেন, “আমি বরাবরই বলে চলেছি, নিজেদের কথা ভাবতে হবে আমাদেরকে। দল হিসেবে আরও গড়ে উঠতে হবে, বেড়ে উঠতে হবে, ছুটতে হবে। কাজটা কি কঠিন? অবশ্যই। আমরা কি ভুগব? নিশ্চিতভাবেই। তবে আমরা জোর করে যাব, চেষ্টা করতে থাকব, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব, কারণ সেটিই আমাদের রূপ।”
তিনি বলেন, “বাররিওসের গোল নিশ্চিত করেছে, আমরা কাজ ভালোভাবেই করছি। ছেলেরা চেষ্টা করছে এবং ছুটে চলেছে…।”
চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা দেল রে থেকে ছিটকে যাওয়ার হতাশা নিয়ে সিমিওনে বলেন, “গত কয়েক সপ্তাহে যা হয়েছে, এরপর এটি গুরুত্বপূর্ণ এক জয়। সেভিয়া শুরুতে গোল করার পরও আমরা ঘুরে দাঁড়িয়েছি। সমতা ফেরানো পর ভালো খেলেছি এবং বেশ কিছু সুযোগ তৈরি করেছি। শেষ সময়ের গোলটি ছিল দারুণ, এটি আমাদেরকে প্রবল আনন্দ দিয়েছে, কারণ আমরা চেষ্টা করে গেছি, কখনও হার মানিনি।”