images

স্পোর্টস / ক্রিকেট

বাংলাদেশের সবচেয়ে দ্রুততম অর্ধশতক পারভেজ ইমনের

স্পোর্টস ডেস্ক

০৬ এপ্রিল ২০২৫, ০৫:৪৭ পিএম

images

ঈদের ছুটির শেষে আবারও প্রাণ ফিরে পাচ্ছে দেশের ক্রিকেটাঙ্গন। আজ (রোববার) থেকে মাঠে গড়িয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের নবম রাউন্ড। যেখানে আজ ব্যাট হাতে তাণ্ডব চালালেন আবাহনী লিমিটেডের পারভেজ হোসেন ইমন।  শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাত্র ১৫ বলেই অর্ধশতক হাঁকানোর রেকর্ড গড়েছেন এই ওপেনার। স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশি ব্যাটার হিসেবে সবচেয়ে দ্রুততম ফিফটির রেকর্ড। 

এতে লিস্ট ‘এ’ ক্রিকেট তো বটেই স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম ফিফটির রেকর্ড নিজের করে নিয়েছেন ইমন। এত দিন রেকর্ডটি ছিল শুভাগত হোমের। ২০১৯ সালে প্রিমিয়ার লিগের টি-টোয়েন্টি সংস্করণে ১৬ বলে ফিফটি করেছিলেন হোম।

আজ বিকেএসপিতে প্রথমে ব্যাট করা শাইনপুকুরকে ৮৮ রানে গুটিয়ে দেয় আবাহনী। জবাব দিতে নেমে মাত্র ৬ ওভার ৪ বলেই কোনো উইকেট না হারিয়ে ম্যাচ জিতে নেন ইমনরা। ৪ চার ও ৬ ছক্কায় ২৩ বলে ৬১ রান করেন ইমন। রেকর্ড গড়ার ম্যাচে প্রথম ৪ বলে মাত্র ১ রান করেন ইমন। 

তবে দ্বিতীয় ওভারে অফ স্পিনার রহমতউল্লাহ আলির বলে তাণ্ডব চালান তিনি। ইমনের ইনিংসটি বড় হয়নি লক্ষ্য ছোট থাকায়। আরেক পাশে জিসান আলম ২ চার ও ১ ছক্কায় ১৭ বলে ১৭ রানে অপরাজিত থাকেন। শাইনপুকুরকে ৮৮ রানে অলআউট করার পথে আবাহনীর হয়ে ৪ উইকেট নেন মোসাদ্দেক হোসেন। 

এছাড়া রকিবুল হাসান ও রিপন মন্ডল পান ২টি করে উইকেট। শাইনপুকুরের হয়ে একাই ৩৮ রান করেন মিনহাজুল আবেদিন। প্রিমিয়ার লিগে ৯ ম্যাচে অষ্টম জয়ে শীর্ষস্থান ধরে রাখল আবাহনী। সমান ম্যাচে মাত্র এক জয়ে পয়েন্ট টেবিলের তলানিতে শাইনপুকুর।