স্পোর্টস ডেস্ক
২৯ মার্চ ২০২৫, ১০:৫০ এএম
আলোচনাটা ছিল বেশ আগে থেকেই। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত দরিভাল জুনিয়র ব্রাজিলের কোচ হিসেবে থেকে যেতে পারবেন কি না তা নিয়ে অনেকেরই সংশয় ছিল। নিজের চাকরিটা রাখতে ব্রাজিলিয়ান এই কোচের সামনে শেষ সুযোগ ছিল বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি। তবে আলবিসেলেস্তেদের কাছে ৪-১ গোলে হারের পর আর সেলেসাওদের ডাগ-আউটে থাকা হচ্ছে না দরিভালের। তাঁকে গতকালই বরখাস্ত করেছে ব্রাজিলের ফুটবল ফেডারেশন।
আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে হারের পর থেকেই আলোচনা চলছিল, খুব শীঘ্রই ছাটাই করা হতে পারে দরিভালকে। এ খবরই সত্যি হয়েছে। ব্রাজিলের ফুটবল ফেডারেশন সিবিএফ জানিয়েছে, সেলেসাওদের কোচ হিসেবে আর থাকছেন না দরিভাল।
বিবৃতিতে বলা হয়েছে, ব্রাজিলিয়ান কনফেডারেশন জানাচ্ছে, কোচ দরিভাল জুনিয়র আর দায়িত্বে নেই। বোর্ড তাঁকে ধন্যবাদ জানাচ্ছে এবং তাঁর ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছে। এখন থেকে সিবিএফ তাঁর বদলি সন্ধান করবে।
২০২৪ সালের জানুয়ারিতে ব্রাজিলের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল দরিভালকে। ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো এবং সাও পাওলোর তিনি সফল ছিলেন বলেই তাঁকে জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয়েছিল। ব্রাজিলের কোচ হিসেবে নিজের প্রথম ম্যাচে অবশ্য জিতেছিলেন দরিভাল। তবে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে যাত্রা শুরু করলেও সফলতার যাত্রা স্থায়ী হয়নি।
কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পাশাপাশি বিশ্বকাপ বাছাইয়েও খুব একটা ভালো করতে পারেনি ব্রাজিল। ব্রাজিলের কোচ হিসেবে সব মিলিয়ে ১৬ ম্যাচে ৭ জয় ও ৭ ড্রয়ের পাশাপাশি ২ ম্যাচে হেরেছেন দরিভাল। বিশ্বকাপ বাছাইয়ে ১৪ ম্যাচ শেষে ৬ জয়, ৩ ড্র ও ৫ হারে ২১ পয়েন্ট নিয়ে ব্রাজিলের অবস্থান এখন চার নম্বরে। শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে ১০ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে আছে সেলেসাওরা।