images

স্পোর্টস / ফুটবল

জাতীয় দলের ম্যাচ খেলতে গিয়ে ডেভিসের চোট, ক্ষুব্ধ বায়ার্ন

স্পোর্টস ডেস্ক

২৮ মার্চ ২০২৫, ০৭:৪৪ পিএম

images

আন্তর্জাতিক বিরতিতে ফুটবলাররা ব্যস্ত ছিলেন জাতীয় দলের জার্সিতে। আলফনসো ডেভিসও এর ব্যতিক্রম নন। কনকাকাফ নেশন্স লিগে নিজ দল কানাডার হয়ে ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি। তবে জাতীয় দলের হয়ে ম্যাচ খেলতে গিয়েই গুরুতর চোটে পড়েছেন তিনি। এমন কাণ্ডে বেশ ক্ষুব্ধ ডেভিসের ক্লাব বায়ার্ন মিউনিখ।

গত রোববার কনকাকাফ নেশন্স লিগের তৃতীয় স্থান প্লে-অফ ম্যাচে কানাডা খেলতে নেমেছিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে। কানাডা ম্যাচটি ২-১ গোলে জিতলেও ম্যাচের ১২ মিনিটের মাথায় চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে ডেভিসকে।

ডেভিসের চোট মারাত্মক বলেই জানা গিয়েছে। ডান হাঁটুর লিগামেন্টে চোট পেয়েছেন তিনি। ফলে লম্বা সময় মাঠের বাইরে কাটাতে হবে তাকে। এদিকে মৌসুমের শেষদিকে এমন গুরুত্বপূর্ণ সময়ে ডেভিস চোটে পড়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বায়ার্ন।

এক সংবাদ সম্মেলনে ক্লাবটির ক্রীড়া পরিচালক ক্রিস্তফ ফয়েন্ড বলেছেন, তারা কানাডার কাছে জানতে চায় কিভাবে এমন চোট পেলেন ডেভিস। তিনি বলেন, “তার চোট পাওয়া আমাদের জন্য খুবই বাজে হলো এবং যেভাবে এটা হলো, একদমই ঠিক হয়নি। ঠিক কি হয়েছে, আমরা জানতে চাই।”

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের আগে মেক্সিকোর বিপক্ষে ম্যাচেও কানাডার হয়ে পুরো ম্যাচ খেলেছিলেন ডেভিস। সেই ম্যাচের পর ক্লান্তির কথা জানিয়েছিলেন তরুণ এই তারকা। এরপরও তাকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে খেলানো হয়েছে বলে জানান বায়ার্নের এই পরিচালক।

তিনি বলেন, “সে অধিনায়ক, একজন তরুণ যে কিনা নিজের দলকে সাহায্য করতে চেয়েছিল কিন্তু এটা ছিল খুবই ঝুঁকিপূর্ণ। দ্বিতীয় সমস্যা হলো, ১২ মিনিট পর চোট পাওয়া। তারপরে সে ১২ ঘন্টার ফ্লাইটে ফিরে আসে এবং আমরা সবাই ধরে নিয়েছিলাম, কোনো গুরুতর কোনো আঘাত নয় তবে এরপর এই অবস্থা।”

ডেভিসের চোট পাওয়ার বিষয়টি অপেশাদারিত্ব হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “এটা ছিল উদাসীনতা। এটা পেশাদার নয়, আমাদের তাদের সঙ্গে কথা বলা এবং বিষয়টি পরিষ্কার করা দরকার। আমরা নিয়োগকর্তা, আমরা খেলোয়াড়দের বেতন দিই, তাই কী ঘটেছে তা খতিয়ে দেখব।”