স্পোর্টস ডেস্ক
২৮ মার্চ ২০২৫, ১২:৩২ পিএম
লা-লিগায় গতকাল ওসাসুনার বিপক্ষে মাঠে নেমেছিল বার্সেলোনা। আন্তর্জাতিক বিরতি শেষ হতে না হতেই ক্লাবের জার্সিতে কাল মাঠে নামতে হয়েছে রবার্ট লেভানডভস্কিদের। এ ম্যাচে দারুণ এক জয়ও পেয়েছে কাতালান ক্লাবটি। তবে ৩-০ গোলের জয়ের পরও ক্ষোভে ফুঁসছেন বার্সার কোচ, ফুটবলার থেকে শুরু করে সবাই।
ওসাসুনার বিপক্ষে ম্যাচটি মূলত হওয়ার কথা ছিল মাসের শুরুর দিকে। কিন্তু ম্যাচের আগে বার্সেলোনার চিকিৎসকের মৃত্যুতে ম্যাচটি স্থগিত করা হয় তখন। সেই ম্যাচটিই অনুষ্ঠিত হয়েছে গতকাল।
এদিকে তবে ম্যাচটি এমন ঠাঁসা সূচিতে আয়োজিত হোক তা চায়নি বার্সেলোনা। তবে লা লিগা তাতে রাজি হয়নি। এদিকে গতকালের ম্যাচটি খেলতে গিয়ে চোটে পড়েছেন দানি ওলমো। ফলে বার্সার ক্ষোভও গিয়েছে বেড়ে।
ম্যাচ শেষে ক্ষোভ জানিয়েছেন হান্সি ফ্লিক। প্রধান কোচের মতোই রাগে ফুঁসছেন বার্সেলোনার ডিফেন্ডার কুন্দেও। তিনি বলেন, “এই ম্যাচের জন্য যে দিনটি বেছে নেওয়া হয়েছে, আমি তাতে ক্ষুব্ধ। এটা স্বাভাবিক কিছু নয়। বার্সেলোনা ও ওসাসুনা ক্লাবের প্রতি অসম্মান ফুটে উঠেছে এতে, দুই ক্লাবেরই এমন ফুটবলার ছিল, যারা আন্তর্জাতিক বিরতিতে খেলেছে।”
ফুটবলাররা যন্ত্র নন দাবি করে তিনি বলেন, “আমরা যন্ত্র নই। মাঠে নামার জন্য, সমর্থকদের চাওয়া পূরণ করার জন্য, নিজেদের মেলে ধরার জন্য ও তাড়না নিয়ে খেলার জন্য বিশ্রাম প্রয়োজন আমাদের। অন্য কিছুর ওপরে, ফুটবলারদের প্রতি অসম্মান ফুটে ওঠে এসবে। সব প্রতষ্ঠানকে এটা বুঝতে হবে। শুধু লা লিগা নয়, সবার উপলব্ধি প্রয়োজন।”
তিনি আরও বলেন, “আমরা আগে কিছু বলিনি, কারণ অজুহাত খুঁজতে যাইনি। তবে একটা পর্যায়ে গিয়ে আমাদের কথা আমলে নিতে হবে। আমরাই (ফুটবলাররা) এখানে মূল চরিত্র। আমাদেরকে নিয়ে তারা যা ইচ্ছা তাই করতে পারেন না।”