images

স্পোর্টস / ক্রিকেট

আইপিএলে নতুন যে ভূমিকায় উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক

২২ মার্চ ২০২৫, ০১:০৫ পিএম

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা এরপরই শুরু কোটি টাকার লিগ আইপিএল। আজ এই মেগা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের পর্দা উঠছে কোলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে। এই ম্যাচ দিয়ে ১৮তম আসরে পা  দিচ্ছে আইপিএল। মাঠে যেমন তারকার মেলা, তেমনই কমেন্ট্রি বক্সের জৌলুসও কম নয়। 

বীরেন্দ্র শেহওয়াগ, শিখর ধাওয়ান, হরভজন সিং, সুরেশ রায়না, অনিল কুম্বলে, এবি ডি ভিলিয়ার্স, সুনীল গাভাস্কার - কে নেই সেই তালিকায়! আর সেখানে এবার নতুন মুখ কেন নিউজিল্যান্ডের তারকার ক্রিকেটার কেন উইলিয়ামসন।

বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটার হিসেবে বিবেচনা করা হয় কেন উইলিয়ামসনকে। তবে তিনিই এবারের আইপিএলে কোনো দল পাননি। দল না পেলেও আইপিএলে ধারাভাষ্যকার হিসেবে থাকছে কিউই এই তারকা। এরই মধ্যে আইপিএলের ধারাভাষ্যকারদের তালিকা প্রকাশ করেছে সম্প্রচারকারিরা। সেখানে নাম আছে সাবেক এই কিউই অধিনায়কের।

আইপিএলের গত আসরে গুজরাট টাইটান্সের হয়ে খেলেছিলেন উইলিয়ামসন। তবে এবারের মেগা নিলামে কোনো দল তার প্রতি আগ্রহ দেখানয়নি। আইপিএল চলার সময় নিউজিল্যান্ডের আন্তর্জাতিক ব্যস্ত সূচিও নেই। সেই সুযোগেই আইপিএলে ধারাভাষ্য দিতে যাচ্ছেন এই কিউই ক্রিকেটার।

আইপিএলে ধারাভাষ্যকার হিসেবে থাকছেন সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী, বীরেন্দর শেবাগ, অনিল কুম্বলে, হরভজন সিংহ, অজয় জাদেজা, নভজ্যোৎ সিং সিধু, আকাশ চোপড়া ও সঞ্জয় মঞ্জরেকার। 

সেখানে আরও ধারাভাষ্য দিতে দেখা যাবে মাইকেল ক্লার্ক, ম্যাথু হেইডেন, মার্ক বাউচার, রুদ্রপ্রতাপ সিং, শিখর ধাওয়ান, প্রজ্ঞান ওঝা, সুরেশ রায়না, এবি ডি ভিলিয়ার্স, অ্যারন ফিঞ্চ, রবিন উথাপ্পা, অম্বাতি রায়ডু, মোহাম্মদ কাইফ ও পীযূষ চাওলাকে।