স্পোর্টস ডেস্ক
২২ মার্চ ২০২৫, ১২:৩৬ পিএম
বিশ্বের ক্রিকেট খেলুড়ে নানা দেশেই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ চলে। এর মধ্যে ক্রিকেট প্রেমীদের মনে দাগ করে নিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। অর্থ, আয়োজন বা সামগ্রিক বিশালতায় সব ফ্র্যাঞ্চাইজিকে ছাড়িয়ে আইপিএল। আজ এই মেগা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের পর্দা উঠছে ১৮তম আসরের।
কলকাতার ইডেন গার্ডেনসে আয়োজন করা হয়েছে এইবারের আইপিএলের অনুষ্ঠান। কোলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে পর্দা উঠবে আসরের। আর আগামী ২৫মে ফাইনাল দিয়ে পর্দা নামবে এই আসরের। টুর্নামেন্ট শুরুর আগে জেনে নিন এবারের আসরের বিস্তারিত নানা কিছু।
১৩ ভেন্যুতে ১০ দলের লড়াই-
দিল্লি,পাঞ্জাব ও রাজস্থানের ঘরের মাঠ দুটি করে, বাকি ৭ দলে ঘরের মাঠ একটি করে। তাই ১০ দলের লড়াই হবে ১৩টি ভেন্যুতে। দিল্লির পাশাপাশি দিল্লি ক্যাপিটালস তাদের ম্যাচগুলি খেলে থাকে বিশাখাপাত্নামে, পাঞ্জাব কিংসের ঘরের মাঠ ধারামসালা ও মুল্যানপুর, রাজস্থান রয়্যালস জয়পুরের সঙ্গে নিজেদের ম্যাচগুলি খেলে গুয়াহাটিতে।
ধোনির শেষ আইপিএল?
৪৩ বছর বয়সী মহেন্দ্র সিং ধোনি শুধু আইপিএলেই খেলেন, যা তাকে আরও রহস্যময় করে তুলেছে। প্রতিবারই প্রশ্ন ওঠে, এটাই কি তার শেষ আইপিএল? এবারও ভক্তদের মধ্যে এ নিয়ে কৌতূহল তুঙ্গে।
নিয়মে পরিবর্তন যা কিছু-
লালা ব্যবহারে অনুমতি: কোভিড-১৯ মহামারির পর থেকে বল চকচকে করতে সালাইভা ব্যবহারে নিষেধাজ্ঞা ছিল। যদিও আইসিসি ২০২২ সালে এটি স্থায়ীভাবে নিষিদ্ধ করেছিল, আইপিএল তার নিজস্ব নিয়ম অনুসরণ করে এবার আবার এটি ফিরিয়ে এনেছে। বিসিসিআই জানিয়েছে, অধিকাংশ দলের সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বল সুইং করানোর ক্ষেত্রে বোলারদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।
শিশিরে প্রভাব কমাতে দ্বিতীয় ইনিংসে নতুন বল: সন্ধ্যার ম্যাচে শিশিরের কারণে বোলারদের অসুবিধা হয়। এবার নতুন নিয়ম অনুযায়ী, আম্পায়াররা যদি শিশিরের প্রভাব বেশি মনে করেন, তাহলে দ্বিতীয় ইনিংসের ১১তম ওভারের পর নতুন বল দেওয়া হবে। তবে এটি শুধু রাতের ম্যাচে কার্যকর হবে, দিনের ম্যাচগুলোতে নয়। এছাড়া ডিসিশন রিভিউ সিস্টেমে (ডিআরএস) এখন থেকে উচ্চতার কারণে ওয়াইড এবং অফ-সাইড ওয়াইড বলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা যাবে।
নতুন অধিনায়ক, নতুন কৌশল-
এবার সাতটি দল নতুন অধিনায়কের নেতৃত্বে মাঠে নামছে। সবচেয়ে চমকপ্রদ সিদ্ধান্ত হলো ভারতের জাতীয় দলে এখনো টি-টোয়েন্টি না খেলা রাজত পাটিদারকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) অধিনায়ক করা। দিল্লি ক্যাপিটালসের দায়িত্ব নিয়েছেন অক্ষর প্যাটেল, আর পাঞ্জাব কিংসের অধিনায়ক হয়েছেন শ্রেয়াস আইয়ার।
২০২৫ মেগা নিলামের পর দামি ক্রিকেটার যারা-
মেগা নিলামে রেকর্ড ২৭ কোটি রুপিতে ঋষভ পান্তকে দলে নেয় লখনউ সুপার জায়ান্টস। এরপর শ্রেয়াস আইয়ারকে ২৬ কোটি ৭৫ লাখে পাঞ্জাব কিংস দলে ভেড়ান।
যে ফরম্যাটে দলগুলোর খেলা হবে -
ফরম্যাটে কোনও পরিবর্তন আসেনি এবারের আইপিএলে। দুই গ্রুপে ভাগ করা হয়েছে দশ দলকে। নিজের গ্রুপের চার দলের সঙ্গে ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ ভিত্তিতে লড়াই হবে দুবার করে। অন্য গ্রুপের একটি দলের সঙ্গেও হবে দুটি ম্যাচ, যেটি ঠিক করা হয়েছে সিডিংয়ের ভিত্তিতে। অন্য গ্রুপের বাকি চার দলের সঙ্গে ম্যাচ হবে একটি করে।
প্রাথমিক পর্বে প্রতি দল খেলবে ১৪টি করে ম্যাচ- ঘরের মাঠে ৭টি, প্রতিপক্ষের মাঠে ৭টি। শীর্ষ চার দল খেলবে প্লে-অফে। গ্রুপ ‘এ’- চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস। গ্রুপ ‘বি’- মুম্বাই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দরাবাদ, গুজরাট টাইটান্স, দিল্লি ক্যাপিটালস ও লাক্ষ্নৌ সুপার জায়ান্টস।