images

স্পোর্টস / ক্রিকেট

পর্দা উঠছে আইপিএলের, কোথায়-কখন দেখবেন উদ্বোধনী অনুষ্ঠান

স্পোর্টস ডেস্ক

২২ মার্চ ২০২৫, ১১:৪৫ এএম

images

আর মাত্র কয়েক ঘন্টা এরপরই কোলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে পর্দা উঠছে আইপিএলের ১৮ তম আসরের। তবে ম্যাচের আগে হবে উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে দেখা যাবে একঝাঁক বলিউড অভিনেতা-অভিনেত্রী এবং সংগীতশিল্পীদের চোখধাঁধানো পারফরম্যান্স। আর আগামী ২৫মে ফাইনাল দিয়ে পর্দা নামবে এই আসরের।

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়, অনুষ্ঠান চলবে ১ ঘণ্টা। জমজমাট সেই অনুষ্ঠানটি দেখতে পাবেন টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১ টিভিতে। স্পোর্টজেডএক্স অ্যাপেও উপভোগ করতে পারবেন।

এরপর টস করতে নামবেন কেকেআর ও আরসিবির দুই অধিনায়ক। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলিউড বাদশা ও কোলকাতার মালিক শাহরুখ খান ও সালমান খান। শ্রদ্ধা কাপুর, দিশা পাটানিকেও দেখা যাবে উদ্বোধনীর মঞ্চে। অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষালরাও এদিন ইডেনে পারফর্ম করবেন। 

বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান, সঞ্জয় দত্ত, সাইফ আলী খান, কারিনা কাপুর খান, সারা আলী খান, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, প্রিয়াঙ্কা চোপড়া, মাধুরী দীক্ষিত, উর্বশী রাউতেলাও উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন। আরও থাকবে জনপ্রিয় মার্কিনি পপ ব্যান্ড ওয়ান রিপাবলিক। এছাড়াও অনুষ্ঠানে হাজির হবেন একাধিক কিংবদন্তি ক্রিকেটাররাও।

এবারের আইপিএলে বোলারদের জন্য বিধি নিষেধও শিথিল করা হয়েছে। তারা বলে রিভার্স সুইংয়ের জন্য লালা ব্যবহারের অনুমতি পেয়েছেন। তবে রান বন্যার আশায় সবচেয়ে বেশি লালায়িত থাকবেন ব্যাটাররা। যেহেতু ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়মটা এখনও বহাল রয়েছে।

কোলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএলে মোট ৩৪টি ম্যাচে লড়াইয়ে নামে। ২০ ম্যাচ জিতেছে কেকেআর। ১৪টিতে জিতেছে আরসিবি। দু'দলের মুখোমুখি লড়াইয়ে স্পষ্টতই পাল্লা ঝুঁকে নাইট রাইডার্সের দিকে। মুখোমুখি লড়াইয়ের ইতিহাস কেকেআরের হয়েই কথা বলছে।