স্পোর্টস ডেস্ক
১৭ মার্চ ২০২৫, ০২:৩০ পিএম
বিশ্ব ফুটবলের অন্যতম সফল ক্লাব রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ জায়ান্টদের ঝুলিতে রয়েছে অসংখ্য শিরোপা। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগীতা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল চ্যাম্পিয়ন হয়েছে সর্বোচ্চ ১৫ বার। এছাড়া লা-লিগা, ক্লাব বিশ্বকাপসহ আরও অনেক শিরোপা জিতেছে ক্লাবটি।
স্প্যানিশ জায়ান্টদের হয়ে খেলেছেন ফুটবলের অসংখ্য বড় তারকা। বর্তমানে ক্লাবটিতে খেলছেন বর্তমান ফুটবল বিশ্বের বড় তারকাদের অনেকেই। তাদের মধ্যে উল্লেখযোগ্য জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপে, ভিনিসিয়ুস জুনিয়র সহ আরও অনেকে।
সফলতা আর ঐতিহ্যের মিশেলে এগয়ে চলা রিয়াল মাদ্রিদের তাই বিশ্বজুড়েই অনেক ভক্ত-সমর্থক রয়েছে। আর প্রিয় ক্লাবের খেলা ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বসে দেখতে মুখিয়ে থাকেন সমর্থকরা। এ কারণে বার্নাব্যুতে ম্যাচের টিকিটও বিক্রি হয় প্রচুর। এছাড়া বার্নাব্যুর স্টেডিয়াম সংস্কারও করেছে রিয়াল।
সংস্কারের পর বার্নাব্যু এখন বিশ্বের আধুনিকতম স্টেডিয়ামের একটি। ফুটবল ম্যাচ ছাড়াও আরও নানা ধরনের অনুষ্ঠান এবং ক্রীড়া ইভেন্ট আয়োজনের সক্ষমতা আছে এই ভেন্যুর। এ কারণে রিয়ালের রাজস্বের বড় একটি অংশও আসে বার্নাব্যু থেকে।
রিয়ালের হোম ম্যাচের টিকিট বিক্রি থেকেও বড় অঙ্কের অর্থ রোজগার হয় ক্লাবটির। সম্প্রতি ইউয়েফা ইউরোপীয় ক্লাব ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট ল্যান্ডস্কেপ রিপোর্ট প্রকাশ করেছে। এই রিপোর্টের মতে, ২০২৩/২৪ মৌসুমে টিকিট বিক্রি করে রিয়াল আয় করেছে ১৫৩ মিলিয়ন পাউন্ড। টিকিট বিক্রির আয়ে দুইয়ে আছে পিএসজি, তাদের আয় ১৩৯ মিলিয়ন পাউন্ড।
সান্তিয়াগো বার্নাব্যুতে প্রতি ম্যাচে টিকিট বিক্রি থেকে আয়েও রিয়াল আছে সবার শীর্ষে। গেল মৌসুমে রিয়াল এক ম্যাচের টিকিট বিক্রি থেকে আয় করেছে ৬.১ মিলিয়ন পাউন্ড বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৯৬ কোটি ১ লক্ষ ৫০ হাজার ৩৭০ টাকা। লস ব্লাঙ্কোসদের সমর্থকদের একটি ম্যাচ দেখতে খরচ করতে হয়েছে গড়ে কমপক্ষে ৮৪ পাউন্ড। ঘরের মাঠে প্রতি ম্যাচ আয়োজন থেকে পিএসজি আয় করেছে ছয় মিলিয়িন আর তিনে থাকা আর্সেনালের আয় পাঁচ মিলিয়ন পাউন্ড।