images

স্পোর্টস / ফুটবল

অবিশ্বাস্য কামব্যাকে অ্যাতলেতিকোকে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

১৭ মার্চ ২০২৫, ০১:১১ পিএম

images

গত সপ্তাহেই চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের কাছে হেরে শেষ ষোলো থেকেই ছিটকে গিয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। সেই হতাশা ভুলেই গতকাল দিয়েগো সিমিওনের শিষ্যরা মাঠে নেমেছিল লা-লিগায় বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে। নিজেদের ঘরের মাঠে দুই গোলের লিডও পেয়েছিল মাদ্রিদের ক্লাবটি। তবে অবিশ্বাস্য কামব্যাকের দৃষ্টান্ত তৈরি করে ম্যাচটি শেষ পর্যন্ত জিতেই নিয়েছে হান্সি ফ্লিকের দল। আর কাতালানদের এই জয়ে ম্যাচের অতিরিক্ত সময়ে দুই গোল করেছেন লামিনে ইয়ামাল ও ফেরান তোরেস।

ওয়ান্দা মেত্রোপলিতানোয় ম্যাচের ম্যাচে ৭১ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল অ্যাতলেতিকো। তবে শেষ পর্যন্ত স্বাগতিকরা ম্যাচটি হেরেছে ৪-২ গোলে। ৭২ মিনিটে বার্সার হয়ে প্রথম গোলটি করেন লেভানডভস্কি। এরপর বদলি নামা তোরেস ৭৮ মিনিটে দলকে সমতায় ফেরান।

এবারের মৌসুমে এ দুই দলের আগের দুইবারের দেখায় বার্সেলোনা জিততে পারেনি। তবে এবার ঠিকই জয় তুলে নিয়েছে হান্সি ফ্লিকের দল। এই জয়ে ২৭ ম্যাচে ১৯ জয় ও ৩ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৬০। সমান পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থাকায় দুইয়ে রিয়াল। আর তিনে আছে অ্যাতলেতিকো।

2204948593

অ্যাতলেতিকোর বিপক্ষে এ ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বার্সেলোনা। তবে প্রথমার্ধের শেষদিকে স্বাগতিকদের লিড এনে দেন হুলিয়ান আলভারেজ। এরপরদ দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলেক্সান্ডার সরলথ।

এদিকে ৬ মিনিটের ব্যবধানে লেভানডভস্কি ও তোরেসের গোলে বার্সা সমতায় ফেরার পর ম্যাচটি ড্র হবে বলেই ধারণা করেছিলেন অনেকে। তবে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ইয়ামালের গোলে লিড পায় কাতালান ক্লাবটি। এরপর যোগ করা সময়ের ৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে স্কোরলাইন ৪-২ করেন তোরেস।