images

স্পোর্টস / ফুটবল

‘মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি’- নিউক্যাসলকে শিরোপা জেতানোর পর বার্ন  

স্পোর্টস ডেস্ক

১৭ মার্চ ২০২৫, ১২:৪০ পিএম

images

৩২ বছর বয়সে এসে ইংল্যান্ডের জাতীয় দলে প্রথমবারের মত ডাক পেয়েছেন ড্যান বার্ন। টমাস টুখেলের দলে ডাক পাওয়ার দুই দিন পরই ইতিহাস গড়লেন ইংলিশ এই ফুটবলার। শৈশবে যে ক্লাবের হয়ে খেলার স্বপ্ন দেখেছেন সে ক্লাবেরই ৭০ বছর পর প্রথম শিরোপা জয়ের ম্যাচে উদ্বোধনী গোলটা করেছেন তিনিই।

ইংলিসগ লিগ কাপের ফাইনালে গতকাল লিভারপুলের বিপক্ষে মাঠে নেমেছিল নিউক্যাসল ইউনাইটেড। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গিয়ে ট্রেবল জয়ের স্বপ্ন ধূলিস্মাৎ হয় অল রেডদের। আর্নে স্লটের শিষ্যরা তাই গতকাল মাঠে নেমেছিলেন ডাবল পূরনের লক্ষ্য নিয়ে।

তবে লিভারপুলের ডাবল জয়ের আশা গুঁড়িয়ে ৭০ বছরে নিজেদের প্রথম ঘরোয়া ফুটবলের শিরপো জিতে নিয়েছে নিউক্যাসল। ঘরোয়া ফুটবলের প্রতিযোগীতায় নিউক্যাসল সবশেষ শিরোপা জিতেছিল ১৯৫৫ সালে। সেবার এফএ কাপ জয়ের পর দশকের পর দশক কেটে গেলেও চ্যাম্পিয়ন হতে পারেনি দলটি। অবশেষে এবার এসে আবারও নিজেদের নামের পাশে চ্যাম্পিয়ন তকমা যোগ করতে পারল নিউক্যাসল।

ঘরোয়া ফুটবলে ১৯৫৫ সালের পর এটি নিউক্যাসলের প্রথম শিরোপা হলেও ১৯৬৯ সালে ফেয়ার্স কাপ জিতেছিল নিউক্যাসল। এটি বর্তমানে ইউরোপা লিগ নামে প্রচলিত।

এদিকে নিউক্যাসলের ২-১ গোলের জয়ের এই ম্যাচে প্রথম গোলটি করেছেন বার্ন। ৪৫ মিনিটে তার গোলেই লিড পায় নিউক্যাসল। এরপর দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে আলেক্সান্ডার ইসাকের গোলে ব্যবধান দ্বিগুণ করে এড হাউয়ের দল।

নিউক্যাসলের হয়ে গতকালের ফাইনালে প্রথম গোল করা বার্ন ম্যাচ শেষে শিরোপা জয়ের অনুভূতি জানিয়ে বলেন, ‘আমি ঘুমাতে যেতে চাই না, কারণ মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি এবং সব কিছু মিয়ে যাবে এমন মনে হচ্ছে।’

ফাইনালে গোল করার বিষয়ে বার্ন বলেন, ‘আমি খুব বেশি সুযোগ পাই না, তাই বড় মঞ্চের জন্য এটা বাঁচিয়ে রেখেছিলাম। আমার অদ্ভূত মনে হচ্ছে, এই মুহূর্তে আমার কোনো অনুভূতি কাজ করছে না।’