images

স্পোর্টস / ক্রিকেট

আইপিএলে বুমরার খেলার বিষয়ে যা জানা গেল

স্পোর্টস ডেস্ক

১৪ মার্চ ২০২৫, ০৫:০০ পিএম

images

তিন ফরম্যাটের ক্রিকেটেই ভারতের বোলিং বিভাগের সেরা অস্ত্র জশপ্রীত বুমরা। গত বছর ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মিশনে বল হাতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন তিনি। টি-টোয়েন্টিতে তাকে দলে পেতে মুখিয়ে থাকে যে কোনো দলই। একই অবস্থা মুম্বাই ইন্ডিয়ান্সেরও। তবে চাইলেও এবারের আইপিএল আসরে শুরু থেকেই বুমরাকে দলে পাবে না মুম্বাই।

অস্ট্রেলিয়া সফরে বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টের দ্বিতীয় দিনে চোটে পেয়েছিলেন বুমরা। সিডনি টেস্টে পাওয়া চোটের কারণে এরপর আর মাঠে নামা হয়নি তার। এমনকি কোমরের নিচের অংশের চোটের কারণে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলা হয়নি তার।

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির পর এবার আইপিএলের শুরুর দিকের কয়েকটি ম্যাচও বুমরা খেলতে পারবেন না বলেই জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদন।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য স্কোয়াড ঘোষণার আগে বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগারকার বুমরাকে ৫ সপ্তাহের বিশ্রাম দেওয়ার কথা জানিয়েছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের প্রাথমিক স্কোয়াডেও ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত খেলা হয়নি তার।

এদিকে চোট থেকে সুস্থ হয়ে এপ্রিলের শুরুর দিকে বুমরা মুম্বাইয়ের স্কোয়াডে যোগ দিতে পারেন বলে জানিয়েছে ক্রিকইনফো। এদিকে মার্চে এবারের আসরে মুম্বাই খেলবে তিনটি ম্যাচ। এই তিন ম্যাচে বুমরা খেলবেন না বলেই ধারণা করা হচ্ছে।