images

স্পোর্টস / ক্রিকেট

দুই বছরের কন্যাকে হারালেন আফগান ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক

১৪ মার্চ ২০২৫, ০৪:১৩ পিএম

images

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস খেলার রেকর্ডটি হজরতউল্লাহ জাজাইয়ের দখলে। আফগানিস্তানের এই ক্রিকেটারের জীবনে নেমে এসেছে শোকের ছায়া। আফগান এই তারকা ক্রিকেটারের দুই বছর বয়সী কন্যা পরলোক গমন করেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জাজাইয়ের শিশু সন্তানের মারা যাওয়ার খবরটি জানিয়েছেন আফগানিস্তান ক্রিকেট দলের ক্রিকেটার করিম জানাত। তবে ২৬ বছর বয়সী এ ক্রিকেটারের কন্যা কিভাবে মারা গেছে তা জানা যায়নি।

 ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে জাজাইয়ের কন্যার মারা যাওয়ার খবর জানিয়ে জানাত লিখেছেন, ‘গভীর দুঃখের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে, আমার ভাইয়ের মতো ঘনিষ্ঠ বন্ধু হজরতউল্লাহ জাজাই তার মেয়েকে হারিয়েছে। এই অবিশ্বাস্য কঠিন সময়ে তাঁর ও তাঁর পরিবারের জন্য আমি গভীরভাবে মর্মাহত। এই শোকের সময়ে তাদের আপনার প্রার্থনায় রাখুন। হজরতউল্লাহ জাজাই ও তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা।’

আফগানিস্তানের হয়ে এখনো পর্যন্ত ৪৫ টি-টোয়েন্টি ও ১৬টি ওয়ানডে খেলেছেন জাজাই। সংক্ষিপ্ত ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ১৬২ রানের ইনিংস খেলেছেন তিনি।