images

স্পোর্টস / ফুটবল

৩ ম্যাচ পর ফিরেই মেসির গোল, শেষ আটে মিয়ামি

স্পোর্টস ডেস্ক

১৪ মার্চ ২০২৫, ০৯:৫৫ এএম

images

ইন্টার মিয়ামির হয়ে সবশেষ ৩ ম্যাচে মাঠে নামতে দেখা যায়নি লিওনেল মেসিকে। আর্জেন্টাইন জাদুকরকে নিয়ে অনেকেই শঙ্কায় ছিলেন। তবে ভবিষ্যৎ চোটের শঙ্কা থেকে বাঁচতেই বিশ্রামে ছিলেন তিনি। শার্লটের বিপক্ষে আগের ম্যাচে বেঞ্চে থাকলেও খেলেননি তিনি, আজ কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে ক্যাভালিয়েরের বিপক্ষে ম্যাচেও মেসি ছিলেন বেঞ্চে। তবে বেঞ্চে থাকলেও আজ মাঠে নেমেছিলেন তিনি।

জ্যামাইকাতে এই প্রথম কোনো ম্যাচ খেলতে নেমেছিলেন মেসি। আর মাঠে ফিরেই দারুণ এক গোলও করেছেন তিনি। তার গোলে মিয়ামি ম্যাচটি জিতে নিয়েছে ২-০ গোলে। দুই লেগে ৪-০ গোলে এগিয়ে থাকায় শেষ আটও নিশ্চিত হয়েছে দলটির।

বিরতির পর ম্যাচের ৫৩ মিনিটে লুইস সুয়ারেজের বদলি হিসেবে মাঠে নামেন মেসি। মেসি মাঠে নামতেই মায়ামির আক্রমণের ধার বেড়ে যায়। মেসি মাঠে নামতেই জ্যামাইকান দর্শকদের উত্তেজনা বেড়ে যায়।

মেসিকে নিয়ে তুমুল আগ্রহ নিয়ে খেলা দেখতে আসা দর্শকরা বাড়ি ফিরেছেন প্রিয় তারকাকে গোল করতে দেখার আনন্দ নিয়ে। ম্যাচের যোগ করা সময়ে গোলটি করেন মেসি। মৌসুমে এটি তার দ্বিতীয় গোল। এর আগে মিয়ামির হয়ে প্রথম গোলটি করেছিলেন সুয়ারেজ। ৩৭ মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেছিলেন তিনি।