স্পোর্টস ডেস্ক
১৪ মার্চ ২০২৫, ০৯:৩২ এএম
চলতি বছরে দ্য হানড্রেড টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে আগস্টে। আসন্ন এ ফ্র্যাঞ্চাইজি লিগের আগে অনুষ্ঠিত হলো প্লেয়ার্স ড্রাফট। ড্রাফটে অন্য দেশের মত পাকিস্তানের অনেক ক্রিকেটারই নাম লিখিয়েছিলেন। তবে তাদের কেউই দল পাননি।
দ্য হানড্রেডে খেলার জন্য ড্রাফটে নাম লিখিয়েছিলেন পাকিস্তানের ৫০ জন ক্রিকেটার। ৪৫ জন পুরুষ ক্রিকেটারের নারীদের প্রতিযোগীতার জন্য ড্রাফটে ছিলেন ৫ জন নারী ক্রিকেটারও। তবে তাদের কেয়ুই দল পাননি।
যে ৪৫ জন পুরুষ ক্রিকেটার নাম লিখয়েছিলেন তাদের মধ্যে আছেন নাসিম শাহ, মোহাম্মদ আমির, শাদাব খান ও ইমাদ ওয়াসিমের মতো ক্রিকেটাররাও। এছাড়া নারী ক্রিকেটারদের মধ্যে ছিল আলিয়া রিয়াজ, ফাতিমা সানা, ইয়ুসরা আমিনদের মতো তারকাদের নাম।
এদিকে এ টুর্নামেন্টে পাকিস্তানের ক্রিকেটাররা এর আগেও খেলেছেন। তবে এবার কেউই দল না পাওয়ায় তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই আবার অভিযোগের তীর দেগেছেন ভারতের দিকেও।
সম্প্রতি আইপিএলের বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি দ্য হানড্রেডের ফ্র্যাঞ্চাইজির মালিকানার অংশীদার হয়েছে। এ কারণেই পাকিস্তানের ক্রিকেটাররা সেখানে দল পাননি এমন অভিযোগও করছেন কেউ কেউ।
এবারের ড্রাফটে পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দামী ছিলেন নাসিম। তার দাম ছিল ১ লাখ ২০ হাজার পাউন্ড। ইমাদ ও সাইম আইয়ুবের দাম ছিল ৭৮,৫০০ পাউন্ড করে। গত ১২ মার্চ হওয়া ড্রাফটে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন আফগানিস্তানের স্পিনার নূর আহমেদ ও নিউজিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েল। তাদের দাম ২ লাখ পাউন্ড।