স্পোর্টস ডেস্ক
১৩ মার্চ ২০২৫, ০৪:৩৯ পিএম
ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এর কয়েকটি মৌসুম পার হয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো বাংলাদেশি ক্রিকেটার এই টুর্নামেন্টে খেলার সুযোগ পাননি। যদিও আগের মৌসুমগুলোয় বেশ কয়েকজন ক্রিকেটার নাম নিবন্ধন করেছিলেন, কিন্তু তারা দল পাননি। এবারের নতুন মৌসুমের প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশের ২৮ জন পুরুষ ক্রিকেটার নিবন্ধন করেন। ধারনা করা হচ্ছিলো এ মৌসুমে টাইগার দলে জায়গা করে নিবেন বেশ কিছু টাইগার ক্রিকেটার। এবারও দল পাননি নাম নিবন্ধন করা বাংলাদেশের ২৮ ক্রিকেটারের কেউই।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্যে ড্রাফটে নাম লিখিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তার ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ লাখ ২০ হাজার পাউন্ড। এছাড়া ৬৩ হাজার পাউন্ড ভিত্তিমূল্যে ড্রাফটে থাকেন লেগ স্পিনার রিশাদ হোসেন। সম্প্রতি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলার সুযোগ পেয়েছেন তিনি।
এছাড়া ৫২ হাজার পাউন্ড ভিত্তিমূল্যে ছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার- লিটন দাস, তাওহীদ হৃদয় ও শেখ মেহেদী। ৪১ হাজার ৫০০ পাউন্ড ভিত্তিমূল্যে ছিলেন তানজিদ হাসান তামিম, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম। নাহিদ রানার সাম্প্রতিক পারফরম্যান্স তাকে পিএসএলে পেশাওয়ার জালমির স্কোয়াডে জায়গা করে দিয়েছে। নির্দিষ্ট ভিত্তিমূল্য ছাড়া ক্যাটাগরিতে নাম লিখিয়েছেন বাংলাদেশের ২০ ক্রিকেটার।
গতকাল(১২ মার্চ) অনুষ্ঠিত হয়েছে 'দ্যা হান্ড্রেড' এর প্লেয়ার্স ড্রাফট। এরপর ধীরে ধীরে জানানো হয় সব দলের স্কোয়াড। সেখানে চড়ামূল্য পেয়েছেন ডেভিড ওয়ার্নার, মাইকেল ব্রেসওয়েল, রাচিন রবীন্দ্ররা। এছাড়াও এই টুর্নামেন্টে খেলবেন কেইন উইলিয়ামসন, মিচেল স্যান্টনার, ডেভিড মিলার, মার্কাস স্টয়নিসরা।
বাংলাদেশের মতো পাকিস্তানেরও ৪৫ ক্রিকেটারও নাম দিয়েও জায়গা পাননি এই টুর্নামেন্টে। নাম থাকলেও অবিক্রীত থেকেছেন নাসিম শাহ, শাদাব খান, ইমাদ ওয়াসিম, সাইম আইয়ুবরা।