images

স্পোর্টস / ক্রিকেট

রিয়াদের অবসরের পর আবেগঘন হয়ে যা বললেন তার স্ত্রী

স্পোর্টস ডেস্ক

১৩ মার্চ ২০২৫, ০২:০৯ পিএম

images

অনেক ভাঙা-গড়ার মধ্য দিয়ে লাল-সবুজের জার্সিতে ভক্তদের রোমাঞ্চিত সময় উপহার দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সেসব এখন অতীত। আর কখনও রিয়াদকে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে দেখা যাবে না। কোটি কোটি ভক্তদের হৃদয়ে 'সাইলেন্ট কিলার' হিসেবে জায়গা করে নেওয়া ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার নিয়েছেন ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত।

গতকাল তিনি সামাজিক মাধ্যমে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার সঙ্গে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটলো। স্বামীর অবসরের ঘোষণায় আবেগ ছুঁয়েছে তার স্ত্রী জান্নাতুল কায়সার মিষ্টি। রিয়াদের বিদায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ আবেগঘন বার্তা দিয়েছেন মিষ্টি।

ফেসবুকে রিয়াদের স্ত্রী লিখেছেন, 'সবকিছুর শেষ আছে, কিন্তু এটা আমাদের জন্য বিশ্বাস করা কঠিন যে, তোমাকে আর লালসবুজ জার্সিতে দেখা যাবে না।২০০৭-২০২৫, অনেক স্মৃতি আছে মনে রাখার মতো। বিশ্বকাপে সেঞ্চুরি হাঁকানোর পর আমার জন্য তোমার সেই উদযাপন ছিল সেরা উপহার, আমি তোমার উত্থান-পতনে সঙ্গে ছিলাম, আলহামদুলিল্লাহ, আমি এখনও তোমার সঙ্গে আছি! তুমি আমার প্রিয় ক্রিকেটার, আমার নায়ক এবং তুমি এমনটাই থাকবে চিরকাল। আমি তোমাকে আমার বলতে পেরে গর্বিত, যিনি নিষ্ঠা, সততা এবং ভালোবাসার সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করেছেন, মাশাআল্লাহ।'

মিষ্টি আরও লিখেছেন, 'আলহামদুলিল্লাহ, আমরা ধন্য মানুষের কাছে তুমি যে পরিমাণ ভালবাসা ও সম্মান পেয়েছ তা অপরিসীম। মাশাআল্লাহ। আমি এমআর৩০'র ভক্তদের কাছে কৃতজ্ঞ। তোমার উত্তরাধিকার তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে, ইনশাআল্লাহ। তোমার জীবনের নতুন অধ্যায়ে আমরা আরও বেশি পারিবারিক সময় কাটাতে পারব, ইনশাআল্লাহ, যা আমরা গত ১৭ বছর ধরে মিস করেছি!!!...পরিশেষে, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ! আল্লাহ আমার পরিবারের মঙ্গল করুন এবং কুদৃষ্টি থেকে রক্ষা করুন। আমিন।'

১৭ বছরের ক্যারিয়ারে ক্যারিয়ারে অর্জনও কম নয়। ৫০ টেস্টে ২৯১৪ রান, ৫টি সেঞ্চুরি ও ১৬টি হাফসেঞ্চুরি। ২৩৯ ওয়ানডেতে ৪৯৬৯ রান, ৩টি সেঞ্চুরি ও ২৭টি হাফসেঞ্চুরি। ১৪১ টি-টোয়েন্টিতে ২১২২ রান, ৬টি হাফসেঞ্চুরি। ব্যাটিংয়ের পাশাপাশি বোলার হিসেবেও ছিলেন কার্যকরী, তিন ফরম্যাট মিলিয়ে নিয়েছেন ১৬৭ উইকেট।