images

স্পোর্টস / ক্রিকেট

মাহমুদউল্লাহর বিদায় নিয়ে যা বলছে বিসিবি

স্পোর্টস ডেস্ক

১৩ মার্চ ২০২৫, ১২:৪৩ পিএম

images

২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে অভিষেকের পর থেকে ১৭ বছরের ক্যারিয়ারে মাহমুদউল্লাহ ছিলেন জাতীয় দলের অন্যতম ভরসার নাম। অবশেষে আন্তর্জাতিক ক্যারিয়ারের যাত্রা থামলো রিয়াদ। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছিলেন তিনি। বাকি ছিল ওয়ানডে। এবার সেই ফরম্যাটসহ আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় জানালেন ‘মিস্টার সাইলেন্ট কিলার’ খ্যাত রিয়াদ। বিদায়বেলায় বাংলাদেশ ক্রিকেটে অসংখ্য অর্জন, রেকর্ডের মালিক এই ক্রিকেটারকে ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে বিসিবি।

বিসিবির পক্ষ থেকে বলা হয়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ দলে অসাধারণ অবদানের জন্য মোঃ মাহমুদউল্লাহকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছে। বুধবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করা এই অভিজ্ঞ ক্রিকেটার ১৮ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি টেনেছেন।’

১৭ বছরের ক্যারিয়ারে ক্যারিয়ারে অর্জনও কম নয়। ৫০ টেস্টে ২৯১৪ রান, ৫টি সেঞ্চুরি ও ১৬টি হাফসেঞ্চুরি। ২৩৯ ওয়ানডেতে ৪৯৬৯ রান, ৩টি সেঞ্চুরি ও ২৭টি হাফসেঞ্চুরি। ১৪১ টি-টোয়েন্টিতে ২১২২ রান, ৬টি হাফসেঞ্চুরি। ব্যাটিংয়ের পাশাপাশি বোলার হিসেবেও ছিলেন কার্যকরী, তিন ফরম্যাট মিলিয়ে নিয়েছেন ১৬৭ উইকেট।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ মাহমুদউল্লাহর অবদানের প্রশংসা করে বলেছেন, “এটি বাংলাদেশ ক্রিকেটের সাথে যুক্ত সকলের জন্য একটি হৃদয়বিদারক মুহূর্ত, কারণ মাহমুদউল্লাহ প্রায় দুই দশক ধরে জাতীয় দলের শক্তির স্তম্ভ হয়ে আছেন। চাপের মধ্যেও তার ধারাবাহিকতা এবং সাফল্য তাকে অমূল্য সম্পদে পরিণত করেছে। তার নিষ্ঠা এবং পারফরম্যান্স ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মানদন্ড স্থাপন করেছে এবং তাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’’

তিনি আরও বলেন, ‘‘মাহমুদউল্লাহ গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য পারফর্মারদের একজন হিসেবে খ্যাতি অর্জন করেছেন। ব্যাটিং হোক বা বোলিং, যখন দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তখনই তিনি সেরাটা করে দেখিয়েছেন। চ্যালেঞ্জিং পরিস্থিতিতে তার শান্ত আচরণ এবং মাঠে তার নেতৃত্ব বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্বদের একজন হিসেবে তার মর্যাদাকে সুদৃঢ় করেছে।’’

রিয়াদকে শুভকামনা জানিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে, আমরা মাহমুদউল্লাহর অসাধারণ ক্যারিয়ার উদযাপন করছি এবং দল এবং খেলাধুলার প্রতি তার অমূল্য সেবার জন্য আমাদের গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা তার ভবিষ্যতের সকল প্রচেষ্টায় তার সাফল্য কামনা করি এবং আত্মবিশ্বাসী যে তার অভিজ্ঞতার ভান্ডার বাংলাদেশের ক্রিকেটকে সমৃদ্ধ করে তুলবে।’’