images

স্পোর্টস / ক্রিকেট

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে যে যার প্রতিপক্ষ

স্পোর্টস ডেস্ক

১৩ মার্চ ২০২৫, ১০:৩৫ এএম

images

চলতি মৌসুম থেকে নতুন ফরম্যাটে আয়োজিত হচ্ছে চ্যাম্পিয়নস লিগ। যেখানে লিগ পর্বে খেলছে ৩৬টি দল। প্রতি দলের ৮ ম্যাচের খেলা শেষে পয়েন্ট তালিকার প্রথম ২৪টি দল নিশ্চিত প্লে অফ খেলবে। এই ২৪ দলের প্রথম ৮টি সরাসরি নক আউট পর্ব শেষ ষোলোতে খেলবে। বাকি ১৬ দল খেলবে প্লে অফ। প্লে অফ শেষে এই ২৬ দলের ৮টি যোগ দেবে শেষ ষোলোতে। নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগে প্রথম মৌসুমেই আমেজ ছড়াচ্ছে। 

১৬ দল থেকে বিদায় নিয়েছে আট দল। বাকি আট দল নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল। দেখে নেয়া যাক কোয়ার্টার ফাইনালে কে কার প্রতিপক্ষ। ২০২৪-২৫ আসরের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে গতবারের রানার্সআপ বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে খেলবে বার্সেলোনা। বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ ইন্টার মিলান। প্রতিযোগিতাটির রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ খেলবে আর্সেনালের বিপক্ষে। আরেক লড়াইয়ে অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে পিএসজি।

কোয়ার্টার ফাইনালের দুই লেগ হবে যথাক্রমে ৮-৯ ও ১৫-১৬ এপ্রিল, ২৯-৩০ সেমিফাইনালের প্রথম লেগের পর ফিরতি লেগ হবে ৬-৭ মে। জার্মানির মিউনিখে ৩১ মে হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।

এক নজরে কোয়ার্টার ফাইনাল ম্যাচ

বার্সেলোনা-বরুশিয়া ডর্টমুন্ড
রিয়াল মাদ্রিদ- আর্সেনাল
বায়ার্ন মিউনিখ-ইন্টার মিলান
অ্যাস্টন ভিলার-পিএসজি