images

স্পোর্টস / ক্রিকেট

২০২৭ বিশ্বকাপেও রোহিতকে অধিনায়ক চান পন্টিং

স্পোর্টস ডেস্ক

১২ মার্চ ২০২৫, ০৩:৩৫ পিএম

images

সমালোচনায় বিদ্ধ হলেই যেন নতুন করে নিজেকে খুঁজে পান রোহিত শর্মা। গত জুনেই তার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ১১ বছরের শিরোপা খরা কাটিয়েছিল ভারত। ৯ মাসের মধ্যে দ্বিতীয়বার তারা আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হলো চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে। গুঞ্জন উঠেছিল, এই প্রতিযোগিতা শেষে ওয়ানডে থেকে অবসরে যাচ্ছেন তিনি। ট্রফি জয়ের পর সংবাদ সম্মেলনে জানিয়ে দেন, ‘বলে রাখি, আমি কিন্তু অবসর নিচ্ছি না’। 

পন্টিং অবশ্য রোহিতের এমন সিদ্ধান্তের সাথে একমত হতে পারছেন না। আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই পর্যায়ে এসে সবাই আপনার অবসর নেওয়ার অপেক্ষায় থাকে। কিন্তু আপনি যদি এখনো সেরা খেলোয়াড়দের একজন হয়ে থাকেন, তাহলে অবসরের দরকার কী? আমার মনে হয়, রোহিতের মাথায় ২০২৩ বিশ্বকাপ ফাইনালের হার এখনো ঘুরছে। তিনি চাইবেন আরেকবার সুযোগ নিতে, আইসিসি হোয়াইট-বল ট্রেবল (ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি) সম্পন্ন করতে।’

অবসর যেহেতু নেননি, রোহিত ২০২৭ বিশ্বকাপে খেলবেন বলেই ধারণা পন্টিং, ‘আমার মনে হয় সে ২০২৭ বিশ্বকাপকে টার্গেট করেই পরিকল্পনা সাজাচ্ছে। সে অধিনায়ক হিসেবে একটি বিশ্বকাপের ফাইনাল হেরেছে। হয়তো সে শেষবার ওয়ানডে বিশ্বকাপ জয়ের চেষ্টাটা করে দেখবে।’

এদিকে, জিয়োহটস্টারে দেওয়া এক সাক্ষাৎকারে ২০২৭ বিশ্বকাপে খেলার কথা সরাসরি নিশ্চিত করেননি রোহিত, ‘আমি বর্তমানে এক ধাপ করে এগোতে চাই। ভবিষ্যৎ নিয়ে এখনই বেশি ভাবতে চাই না। এটা বলা ঠিক হবে না যে আমি খেলব বা খেলব না। আমি আমার ক্রিকেট উপভোগ করছি, দলকে নেতৃত্ব দিতে ভালোবাসি। এখন শুধু এটুকুই গুরুত্বপূর্ণ।’

বিশ্বক্রিকেটে ভারতকে আধিপত্য এনে দেয়া রোহিতকে তুলনা করা হচ্ছে মহেন্দ্র সিং ধোনির সঙ্গেও। দুজনের ঝুলিতেই আছে ভুরিভুরি শিরোপা। অবশ্য সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে খ্যাত ধোনির দখলে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা থাকলেও রোহিত ওয়ানডে বিশ্বকাপের শিরোপার স্বাদ পাননি। ২০২৩ সালে দেশের মাটিতে ফাইনাল খেলাটাই তার সেরা সাফল্য।

উল্লেখযোগ্য শিরোপার বিচারে ধোনি-রোহিত অবশ্য সেয়ানে সেয়ানে টক্কর দেবেন। অধিনায়ক হিসেবে আইপিএল এবং আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে মোট ১০টি শিরোপা জিতেছেন রোহিত শর্মা। অন্যদিকে ধোনি জিতেছেন ১২টি।