images

স্পোর্টস / ক্রিকেট

সাকিবের না থাকা চিন্তার কারণ? শান্ত বললেন, ‘জি না’

স্পোর্টস ডেস্ক

১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৯ পিএম

বাংলাদেশের ক্রিকেটের বড় একটা অংশ জুড়েই আছে সাকিব আল হাসানের নাম। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় আছেন তিনি, আরও কিছুদিন জাতীয় দলের জার্সি গায়ে খেলা চালিয়েও যেতে পারতেন। তবে পরিবর্তিত বাস্তবতায় তিনি দেশের হয়ে আর খেলতে পারছেন না তিনি। এদিকে বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ায় নিষেধাজ্ঞার কবলেও পড়েছেন তিনি। এদিকে সাকিব না থাকলেও তাঁকে নিয়ে আলোচনা চলছেই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে টাইগারদের অধিনায়কের সংবাদ সম্মেলনেও এসেছে সাকিবকে নিয়ে প্রশ্ন যার উত্তরে দুই শব্দেই উত্তরটি দিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বাংলাদেশে দলের দেশ ছাড়ার আগেও শান্তর সম্মেলনেও সাকিবকে নিয়ে প্রশ্ন ওঠেছিল। সেখানে বেশ বিরক্তিই প্রকাশ করেছিলেন শান্ত। এবার ম্যাচের আগের দিন দুবাইয়েও সংবাদ সম্মেলনে ভারতীয় এক সংবাদকর্মী সাকিবকে নিয়ে প্রশ্ন করেন।

চ্যাম্পিয়ন্স ট্রফির টুর্নামেন্টে সাকিবের না থাকাটা কি চিন্তার কারণ কি না এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘জ্বী না…।’ দুই শব্দেই উত্তরেই প্রশ্নকর্তার কৌতূহল মেটান টাইগারদের অধিনায়ক।

এদিকে দেশ ছাড়ার আগে সাকিবকে নিয়ে প্রশ্নে শান্ত বলেছিলেন, ‘আসলে এই প্রশ্নটা কেন করলেন আপনি, জানি না আমি…। আমরা সবাই জানি, এই প্রশ্নের উত্তর অনেক ক্রিকেটার দিয়েছে যে, ‘অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করব, থাকলে ভালো হতো।’ আপনারা এই প্রশ্ন, এই উত্তর অনেকবার পেয়েছেন আপনারা। আমার মনে হয় না, এত বড় একটি টুর্নামেন্টে যাওয়ার আগে আবার এই প্রসঙ্গে কথা বলাটা যৌক্তিক হবে।’

এদিকে ম্যাচের আগে শান্তর সংবাদ সম্মেলনে ভারতীয় সাংবাদিকদের আগ্রহ ছিল নাহিদ রানাকে নিয়েও। রানার প্রতি বাড়তি নজর নিয়ে অধিনায়ক শান্ত বলেন, ‘যে রকম বোলিং করছে, ওর প্রতি বাড়তি নজর থাকবেই। তবে ওকে দেখে মনে হচ্ছে না সে চাপ নিচ্ছে, এত বড় টুর্নামেন্টে এসেছে। প্রস্তুতি নিচ্ছে ভালোভাবে। কাল যদি ওর খেলার সুযোগ থাকে, আমি বিশ্বাস করি সেরাটাই দেবে।’