images

স্পোর্টস / ক্রিকেট

আতিফ আসলামের কণ্ঠে চ্যাম্পিয়ন্স ট্রফির থিম সং প্রকাশ

স্পোর্টস ডেস্ক

০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৬ পিএম

চলতি মাসেই শুরু হবে আইসিসির চ্যাম্পিয়নস ট্রফি- ২০২৫। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে খেলা। তার আগে আজ ৭ ফেব্রুয়ারি  (শুক্রবার) প্রকাশিত হল আসন্ন এ টুর্নামেন্টের ট্রফি থিম সং। এবারের আসরের অফিসিয়াল গান 'জিতো বাজি খেল কে'। এই গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী আতিফ আসলাম। 

২৯ বছর পর প্রথমবার কোনো আইসিসি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। আসন্ন এ টুর্নামেন্ট ঘিরে তাই দেশটিতে বইছে আগ্রহ-উত্তেজনার স্রোত। এদিকে যে কোনো আইসিসি টুর্নামেন্টের আগেই সাধারণত থিম সং প্রকাশ করে থাকে আয়োজক দেশ। তারই ধারাবাহিকতায় এবার থিম সং প্রকাশ করেছে পাকিস্তান।

চ্যাম্পিয়নস ট্রফির থিম সং ‘জিতো বাজি খেল কে’ আজ প্রকাশ করেছে আইসিসি। গানটি লিখেছেন আদনান ঢুল ও আসফান্দিয়ার আসাদ। আর প্রযোজনা করেছেন আব্দুল্লাহ সিদ্দিকী। গানের মিউজিক ভিডিওতে পাকিস্তানের সংস্কৃতির পাশাপাশি ক্রিকেটের জন্য দেশটির দর্শকদের তুমুল আগ্রহ-উত্তেজনার বহিঃপ্রকাশ দেখা গেছে।

এদিকে থিম সং নিয়ে আতিফ আসলাম বলেন, ‘আমার ক্রিকেট খুব ভালো লাগে এবং ছোটবেলা থেকে আমি ফাস্ট বোলার হতে চেয়েছিলাম। খেলাটির প্রতি ভালোবাসা ও বোঝাপড়ার কারণে আমি দর্শকদের উদ্দীপনা, উচ্ছ্বাস ও অনুভূতিগুলোর সঙ্গে একজন ভক্ত হিসেবে গভীরভাবে সম্পৃক্ত। আবেগে ভরপুর ভারত-পাকিস্তান ম্যাচের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করতাম। এ কারণেই চ্যাম্পিয়নস ট্রফির থিম সংয়ের অংশ হতে পেরে আমি খুবই রোমাঞ্চিত।’