images

স্পোর্টস / ক্রিকেট

ইয়াশা সাগরকে চিটাগাংয়ের আইনি নোটিশ

স্পোর্টস ডেস্ক

০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৮ পিএম

টুর্নামেন্টের ১১তম আসরে এবার নতুন মাত্রা যোগ করেছে চিটাগাং কিংস। বিপিএলের ইতিহাসে প্রথমবারের মতো চিটাগাং দলে যোগ দিয়েছে একজন অফিসিয়াল উপস্থাপক। এটি শুধু একটি সাধারণ নিয়োগ নয়, কেননা হোস্ট হিসেবে যুক্ত হয়েছেন বিদেশি কানাডিয়ান মডেল। 

বিপিএলের এগারতম আসরে নতুন মাত্রা যোগ দিতে কানাডিয়ান হোস্ট ইয়াশা সাগরকে উপাস্থপক হিসেবে দলে নিয়ে আসে। চলমান আসরজুড়ে কানাডিয়ান এই হোস্টকে নিয়ে ছিল বাড়তি উন্মাদনা। তবে শেষ অংশে চিটাগং কিংসের সঙ্গে নেই ইয়াশা। যা নিয়ে নানান গুঞ্জন চলছিল। অবশেষে পর্দা উন্মোচিত হচ্ছে ইয়াশা সাগরের অন্তরালে চলে যাওয়ার রহস্য। 

দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও ইয়াশাকে নিয়ে প্রশ্ন এসেছিল। সেখানে তাকে নিয়ে প্রশ্নের জবাবে দলের ম্যানেজার বলেছেন, ‘চুক্তি অনুযায়ী ৫০%+ পেমেন্ট উনাকে (ইয়াশাকে) দেওয়া হয়েছে। শেষ সপ্তাহে বাকিটা দেওয়ার কথা ছিল। উনি আমাদের সাথে যে চুক্তি ছিল সেটা উনি ফুলফিল করেনি। বাকিটা পরে জানিয়ে দিব। আমাদের এন্ড থেকে সব ঠিকঠাক ছিল।’

জানা যায়,  চুক্তির শর্ত না মানার অভিযোগে তাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে চিটাগং কিংস। চিটাগং দলের মালিক সামীর কাদের চৌধুরীর পক্ষ থেকে উকিল নোটিশটি ইয়াশা বরাবর পাঠিয়েছেন সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট মোহাম্মদ শাখাওয়াত হোসেন।

এই আইনি নোটিশে বলা হয়েছে, গত ১০ ডিসেম্বর এই কানাডিয়ান মডেলের সঙ্গে তার মক্কেল চিটাগাং কিংসের চুক্তি হয়েছিল, যাতে বিভিন্ন শর্ত অন্তর্ভূক্ত ছিল। চলমান বিপিএলে উপস্থাপনার পাশাপাশি সেই শর্তগুলো মানতে বাধ্য ছিলেন ইয়াশা। কিন্তু চুক্তির ৯ ধারাটি লঙ্ঘন করেছেন এই মডেলকন্যা। সেই ধারা অনুযায়ী, স্পন্সরশিপ বার্তা, বিজ্ঞাপন এবং বাণিজ্যিক অংশীদারদের সম্প্রচারের উল্লখ ছিল।

এই আইনি নোটিশে বলা হয়েছে,  ইয়াশা এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। এমনকি আনুষ্ঠানিক আমন্ত্রণ সত্ত্বেও স্পন্সর ডিনারে উপস্থিত হননি এবং প্রযোজ্য স্পন্সর শুট ও প্রোমোশনাল শুটআউট সম্পন্ন করেননি, যা চিটাগং কিংসের আর্থিক ও সুনাম ক্ষতির কারণ হয়েছে।

লিগ্যাল নোটিশ পাওয়ার ২ দিনের মধ্যে ইয়াশাকে জবাব দেওয়ার কথা জানানো হয়েছে। নয়তো চিটাগং কিংস আইনের পথে হাঁটবে বলেও জানানো হয়েছে নোটিশে।