images

স্পোর্টস / ক্রিকেট

রাজশাহীর স্বপ্নভঙ্গ করে প্লে-অফে মিরাজের খুলনা

স্পোর্টস ডেস্ক

০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৩ পিএম

বিপিএলের চলমান আসরের লিগ পর্বের শেষ দিনের খেলা চলছে আচজ। ইতোমধ্যেই প্লে অফে খেলা নিশ্চিত করেছে ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স ও চিটাগং কিংস। শেষ দল হিসেবে সেরা চারে জায়গা করে নেওয়ার দৌড়ে ছিল খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী। রাজশাহীকে টপকে প্লে-অফে জায়গা করে নিতে আজ বাঁচা-মরার লড়াইয়ে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নেমেছিল খুলনা টাইগার্স। 

আগে ব্যাট করে খুলনাকে ১২৩ রানের সহজ লক্ষ্য দিয়েছিল ঢাকা। জবাবে ব্যাট করতে নেমে মেহেদী মিরাজের অপরাজিত ৭৪ রানের ইনিংসের সুবাদে ৬ উইকেটের জয়ে প্লে অফ নিশ্চিত করেছে খুলনা। 

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে আজ দলীয় ৮ রানেই প্রথম উইকেট হারায় খুলনা। আগের ম্যাচে সেঞ্চুরি করা নাইম শেখ আজ ২ বলে ০ রান করে সাজঘরে ফিরে যান। তবে নাইম ফিরলেও আরেক ওপেনার মিরাজ খেলেছেন দুর্দান্ত। 

দলকে জেতানোর পথে আজ ৫৫ বলে ৭৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন মিরাজ। তাঁর দায়িত্বশীল ইনিংসের সুবাদেই আরও ৩ উইকেট হারালেও জয় তুলে নিতে কোনো বেগ পেতে হয়নি খুলনাকে। মিরাজের সঙ্গে দলকে জেতাতে ১৯ বলে ২২ রান করেছেন অ্যালেক্স রস, ১৯ বলে ১৮ রান করেছেন উইলিয়াম বোসিস্টো।  

এর আগে শেরে বাংলায় আগে ব্যাট করতে নেমে খুলনার বোলারদের তোপে নিজেদের সংগ্রহ খুব বড় করতে পারেনি ঢাকা। তানজিদ তামিমের ফিফটির সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২২ রানের সংগ্রহ গড়ে ঢাকা। 

আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার তানজিদ তামিম্ব লিটন দাস মিলে শুরুটা করেছিলেন ভালোই। এ দুজনের উদ্বোধনি জুটিতে ২.৪ ওভারেই স্কোরবোর্ডে ওঠে ২৯ রান। তবে ১ চার ১ ছয়ে ১০ রান করে আউট হন লিটন। 

লিটন ফেরার পর ঢাকার হয়ে লড়াই করতে পেরেছেন কেবল তামিমই। টাইগার এই ওপেনার ছাড়া আর কেউই আজ দলের হাল ধরতে পারেননি। দলীয় ৫৩ রানে হাবিবুর রহমান সোহান ফেরার পর ফরমানুল্লাহ আউট হন ২০ বলে ৭ রান করে। ঢাকার হয়ে দুর্দান্ত খেলেছেন কেবল তামিমই। 

৩৭ বলে ৭ ছয় আর ১ চারে ৫৩ রান করে তামিম আউট হওয়ার পরই থেমে যায় ঢাকার রানের চাকা। এরপর বলার মতো রান করতে পেরেছেন কেবল সাব্বির রহমান। ১৭ বলে ২০ রান করে সাব্বির ফেরার পর ২০ ওভারে ৯ উইকেটে ১২২ রানেই শেষ হয় ঢাকার ইনিংস।