images

স্পোর্টস / ফুটবল

সান্তোসে নেইমার কত নম্বর জার্সি পরে খেলবেন?

স্পোর্টস ডেস্ক

০১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৮ পিএম

ব্রাজিলের জার্সিতে সবচেয়ে বেশি গোলের রেকর্ডের মালিক ছিলেন পেলে। তবে কিংবদন্তি ফুটবলারের রেকর্ড নিজের করে নিয়েছেন নেইমার জুনিয়র। সেলেসাওদের এই পোস্টারবপ্যের ক্যারিয়ার শুরু হয়েছিল ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে। এরপর ইউরোপের নামীদামী ক্লাবে খেলেছেন নেইমার। বার্সেলোনায় দ্যুতি ছড়িয়ে রেকর্ড দলবদলে যোগ দিয়েছিলেন পিএসজিতে। এরপর ফ্রান্স ছেড়ে সৌদি আরব, মরুর দেশের ক্লাব আল হিলালে নাম লিখিয়েছিলেন তিনি। তবে সেখান থেকে আবার যেন নিজের শিকড়ের কাছেই ফিরে এলেন নেইমার।

আল হিলালের হয়ে নেইমার ম্যাচ খেলেছেন কেবল ৭টি, গোল করেছেন ১টি। চোটের কারণে মরুর দেশের ক্লাবটির হয়ে নিজের অধ্যায় রাঙানো হয়নি তাঁর। ক্লাবের সঙ্গে পারস্পরিক সম্মতিতে চুক্তি বাতিল করে এবার আবার সান্টসে ফিরেছেন তিনি।

সান্তোসে আজ নেইমারকে বরণও করে নেওয়া হয়েছে। সান্তোসের উরবানো কালদেইরা স্টেডিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাকে স্বাগত জানানো হয়। স্থানীয় জনপ্রিয় শিল্পীদের গান ও কনসার্টের সঙ্গে হাস্যোজ্জ্বল নেইমারকে দেখে আনন্দে ফেটে পড়েন দর্শকরা।

সংবাদ সম্মেলনে সান্তোসে ফেরার কারণও ব্যাখ্যা করেছেন নেইমার, ‘কিছু সিদ্ধান্ত থাকে, যেটা ফুটবলীয় চুক্তির বাইরে। আল হিলালে ভালোই ছিলাম। পরিবার ভালো ছিল। কিন্তু কিছু ঘটনায় সিদ্ধান্তটি নিতেই হলো। অনুশীলনে নিজেকে অসুখী লাগছিল। ফেরার সুযোগটা পেয়ে যাওয়ার পর দ্বিতীয়বার ভাবিনি।’ ফেরার পর কেমন লাগছে, সেটাও বলেছেন নেইমার, ‘এখানে পা রাখার পর থেকেই মনে হচ্ছে, ১৭ বছর বয়সে ফিরে গেছি। খুব ভালো লাগছে এবং খেলার জন্য মুখিয়ে আছি।’

এদিকে সান্তোসে ফিরে নেইমার এখন কতো নম্বর জার্সি পরে খেলবেন তা জানতে ভক্তদের আগ্রহের কমতি নেই। ক্যারিয়ারের শুরুতে যখন এই ক্লাবের হয়ে খেলেছেন তখন ১৮ নম্বর জার্সি গায়ে খেলেছেন ব্রাজিল ফুটবলের এই রাজপুত্র। এরপরে তিনি ১১ নম্বর জার্সি গায়েও খেলেছেন ক্লাবটির হয়ে।

তবে এবার আর ১১ নম্বর জার্সি নয়। শৈশবের ক্লাবের হয়ে নিজের দ্বিতিয় অধ্যায়ে নেইমার খেলবেন ১০ নম্বর জার্সি গায়ে। এই ১০ নম্বর জার্সি গায়েই এক সময় বিশ্ব ফুটবলে রাজত্ব করেছেন পেলে। ১০ নম্বর জার্সি গায়ে খেলেই সান্তসকে বিশ্ব দরবারে রাজার আসনে নিয়ে গিয়েছিলেন পেলে। পূর্বসূরির এই জার্সি গায়েই এখন ক্লাবটিতে নিজের দ্বিতীয় অধ্যায়ের গল্প লিখবেন নেইমার।