স্পোর্টস ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৫, ০৪:৩৪ পিএম
ঘরের মাঠে নিজেদের পাতা ফাঁদেই ধরা পড়েছে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে স্পিন পিচ বানিয়ে জিতলেও দ্বিতীয়টিতে হারতে হয়েছে ম্যান ইন গ্রিনদের। মুলতানের বধ্যভূমিতে ২৫৪ রান তাড়া করতে নেমে ১২০ রানের বড় পরাজয়ের স্বাদ নিতে হয়েছে স্বাগতিকদের।
মুলতানে অনুষ্ঠিত দুইটি ম্যাচই শেষ হয়েছে তিন দিনে। এদিকে সিরিজের দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে ব্যাট হাতে ২০ রানও করতে পারেননি শান মাসুদ। ক্যারিবীয়দের কাছে পাকিস্তান হারায় টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে নয় নম্বরে নেমে গিয়েছে পাকিস্তান।
হারের পর সংবাদ সম্মেলনে কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে শান মাসুদকে। তবে একটি প্রশ্নে আর নিজের মেজাজ ধরে রাখতে পারেননি পাকিস্তানের এই অধিনায়ক। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, তিনি (মাসুদ) কি স্বেচ্ছায় নেতৃত্ব ছাড়বেন নাকি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) থেকে নির্দেশনার অপেক্ষায় আছেন।
এই প্রশ্ন শুনে প্রথম এড়িয়ে যেতে চেয়েছিলেন মাসুদ, তিনি পরের প্রশ্নে যেতে চেয়েছিলেন। পরে তিনি বলেন, ‘যদি আপনি কোনো ঘটনা নিয়ে কথা বলতে চান, তাহলে বলতে পারেনি। তবে আপনার তথ্য পুরোপুরি ভুল। আপনার মতামতকে আমি শ্রদ্ধা করি। তবে আপনার প্রশ্ন অশ্রদ্ধায় ভর্তি। এমন অসম্মান কেউ সহ্য করবে না।’
ক্রিকেটারদের সম্মান করার কথা বলে মাসুদ আরও বলেন, ‘আমাকে এবং অন্যান্য ক্রিকেটারদের আপনি অসম্মান করতে পারেন না। আমরা সবাই পাকিস্তানের জন্য খেলি এবং ফল পেতে চাই। আপনার এটা বুঝতে হবে। কাউকে নিয়ে প্রশ্ন করতে পারেন আপনি। তবে দিনশেষে আমরা সবাই পাকিস্তানি ক্রিকেটার।’