images

স্পোর্টস / ক্রিকেট

বিপিএল দিয়েই চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি সারছেন নবি

স্পোর্টস ডেস্ক

২৫ জানুয়ারি ২০২৫, ১০:০২ পিএম

আগামী মাসে মাঠে গড়াবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা। এর আগে এখন বিপিএলে খেলছেন মোহাম্মদ নবী। ফরচুন বরিশালে খেলছেন আফগান এই ক্রিকেটার। টি-টোয়েন্টি ফরম্যাট হলেও এ টুর্নামেন্টে খেলেই আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার প্রস্তুতিও সারছেন বলে জানিয়েছেন নবী।

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই আফগানিস্তানের হয়ে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলবেন নবী। দেশের হয়ে শেষ টুর্নামেন্ট খেলার প্রস্তুতি নিয়ে নবি বলেন, ‘এটা পুরো ভিন্ন এক কন্ডিশন। তবে এখন ফোকাস বিপিএলে। এখান থেকে ফিরে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভাবব।’

ওয়ানডে ফরম্যাটের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেকে ফিট রাখতে চান নবী। সে কাজ এখন থেকেই করছেন জানিয়ে নবি বলেন, ‘তবে মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি। শরীর, মন ও ফিটনেস যেন ঠিক থাকে। পরবর্তী টুর্নামেন্টের ফরম্যাটটা ওয়ানডে। ১০০ ওভারের ম্যাচ নিয়েও ভাবতে হচ্ছে। এ কারণে ফিটনেস নিয়ে বেশি কাজ করছি। বাংলাদেশে লম্বা সময় ব্যাটিং-বোলিং করছি, যা সামনে কাজে লাগবে।’

আফগান এই অলরাউন্ডার আরও বলেন, ‘এটা পুরোটাই মানসিকতার ব্যাপার। ওই যে বললাম, নিজের শরীরকে ওয়ানডের জন্য তৈরি করছি। জিম করছি, প্র্যাকটিস করছি, লম্বা সময় ধরে ব্যাটিং-বোলিং করছি। যাতে বিপিএলের প্রস্তুতিও হয়, চ্যাম্পিয়ন্স ট্রফিরও হয়। প্রথম লক্ষ্য বিপিএল, এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি।’

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি চলবে ৯ মার্চ পর্যন্ত। আসন্ন এ টুর্নামেন্টে আফগানিস্তান খেলবে 'বি' গ্রুপে। আফগানদের প্রতিপক্ষ হিসেবে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। আসন্ন এ টুর্নামেন্টে বাংলাদেশ আছে 'এ' গ্রুপে যেখানে টাইগারদের প্রতিপক্ষ ভারত, বাংলাদেশ ও নিউজিল্যান্ড।