images

স্পোর্টস / ক্রিকেট

বাবাকে যে ব্র্যান্ডের স্পোর্টস বাইক কিনে দিলেন রিঙ্কু সিং

স্পোর্টস ডেস্ক

২০ জানুয়ারি ২০২৫, ০৬:৩৩ পিএম

ভারতের ভবিষ্যত প্রজন্মের ক্রিকেটারদের একজন রিঙ্কু সিং। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মারকুটে ব্যাটিং করে প্রথম নজর কাড়েন এই ব্যাটার। এরপর জায়গা করে নেন জাতীয় দলেও। টি-টোয়েন্টিতে ভারতের নিয়মিত সদস্যদের একজন তিনি, আছেন ওয়ানডে ফরম্যাটে দলে জায়গা পাওয়ার দৌড়েও।

এদিকে ব্যাট হাতে আগ্রাসী ব্যাট করে জাতীয় দলে জায়গা করে নেওয়া রিঙ্কু সিংয়ের সফলতার মুখ দেখার যাত্রাটা সহজ ছিল না কখনোই। বন্ধুর পথ পাড়ি দিয়েই সফলতার মুখ দেখেছেন তিনি।

রিঙ্কু সিংয়ের পরিবার আর্থিক ভাবে স্বচ্ছল ছিল না। তার বাবা খান চাঁদ সিং বাড়ি বাড়ি সিলিন্ডার গ্যাস সরবরাহ করে পরিবারের ব্যয় নির্বাহ করতেন। এমন এক পরিবারে জন্ম নেওয়া রিঙ্কু সিং আত্মত্যাগ আর পরিশ্রমের মাধ্যমেই বিখ্যাত ক্রিকেটার হয়ে ওঠেছেন।

সফলতার মুখ দেখার পর পরিবারের উন্নতিতে মনোযোগ দিয়েছেন রিঙ্কু সিং। তবে ছেলে জাতীয় দলে খেললেও এখনো প্রতিদিন কাজে যান রিঙ্কুর বাবা। এবার নিজের বাবাকে উপহার হিসেবে স্পোর্টস বাইক কিনে দিয়েছেন রিঙ্কু।

সম্প্রতি নিজের বাবাকে রিঙ্কু কাওয়াসাকি নিঞ্জা ৪০০ মডেলের স্পোর্টস বাইক কিনে দিয়েছেন বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম। স্পোর্টিং এই বাইকের দাম ৫ লাখ ভারতীয় রূপির বেশি। সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রিঙ্কুর উপহার দেওয়া স্পোর্টস বাইক চালাচ্ছেন তাঁর বাবা।