স্পোর্টস ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৫, ০৩:২৬ পিএম
আগামী মাসেই মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা। এবারের আয়োজক পাকিস্তান। তবে খেলা হবে হাইব্রিড মডেলে। শুধুমাত্র ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এ টুর্নামেন্টের জন্য ইতোমধ্যেই নিজেদের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে অংশ নিতে যাওয়া দলগুলো, বাকি ছিল কেবল ভারত। অবশেষে আজ আসন্ন এ টুর্নামেন্টের জন দল ঘোষণা করেছে বিসিসিআই।
২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপে চোট পেয়েছিলেন মোহাম্মদ শামি। এরপর গত এক বছর তিনি ছিলেন মাঠের বাইরে। সুস্থ হয়ে ফিরলেও বোর্ডার-গাভাস্কার সিরিজের দলে ছিলেন না তিনি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলের তিনি ঠিকই জায়গা পেয়েছেন।
ফর্মের কারণে লম্বা সময় ধরেই সমালোচনার ভেতরে ছিলেন রোহিত শর্মা। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অধিনায়ক হিসেবে রোহিতের উপরই ভরসা রাখছে ভারতের টিম ম্যানেজম্যান্ট। আর রোহিতের সহকারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে শুবমান গিলকে।
এদিকে ভারতের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করেছেন সাঞ্জু স্যামসন। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি তার। একইভাবে আসন্ন এ টুর্নামেন্টের দলে জায়গা হয়নি পেসার মোহাম্মদ সিরাজেরও। তবে দলে ফিরেছেন শ্রেয়াস আইয়্যার। এছাড়া লোকেশ রাহুল, রিশব পন্ত, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেলরাও থাকছেন দলে। স্কোয়াডে জায়গা করে নিয়েছেন যশ্বসী জয়সোয়াল।
পেসারদের মধ্যে মোহাম্মদ শামি ছাড়াও দলে আছেন আর্শদীপ সিং এবং বুমরা। তবে বুমরার খেলা নির্ভর করছে ফিটনেসের উপর। এছাড়া পেস বোলিং অলরাউন্ডার হিসেবে থাকছেন হার্দিক পান্ডিয়া। স্পিনারদের মধ্যে অক্ষর ছাড়াও আছেন কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা।
ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মোহম্মদ শামি, আর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্ত এবং *জসপ্রীত বুমরাহ (ফিটনেস সার্টিফিকেট পেলে তবে)।