images

স্পোর্টস / ক্রিকেট

সিলেট পর্ব শেষে বিপিএলের পয়েন্ট টেবিলের কে কোথায়

স্পোর্টস ডেস্ক

১৪ জানুয়ারি ২০২৫, ১১:৩৪ এএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় পর্ব শেষ হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ২০ টি ম্যাচ শেষ হয়েছে। যেখানে একদল উড়ছে তো অন্য দল হারের গণ্ডিতে আটকে আছে। 

সিলেট পর্বেই প্রথম জয় পেয়েছে ঢাকা, বিপরীতে উড়তে থাকা রংপুর একের পর এক জয় তুলে নিচ্ছে। চিটাগংও টানা তিন জয় তুলে নিয়েছে, আবার খুলনা টানা তিন ম্যাচে হেরেছে। জয়-পরাজয়ে ছিল রাজশাহী ও সিলেট। এবার বিপিএল যাচ্ছে বন্দর নগরী চট্টগ্রামে। 

সিলেট পর্ব শেষে বিপিএল পয়েন্ট তালিকা- 

বিপিএলের পয়েন্ট টেবিল

দল

ম্যাচ

জয়

হার

পয়েন্ট

নেট রান

রংপুর রাইডার্স

১৪

১.৫৪২

চিটাগং কিংস

১.৩২৩

ফরচুন বরিশাল

০.৮৩৮

খুলনা টাইগার্স

০.১৩০

সিলেট স্ট্রাইকার্স

-১.২৫৪

দুর্বার রাজশাহী

-২.১১৭

ঢাকা ক্যাপিটাল

-০.০৯৭