স্পোর্টস ডেস্ক
০১ জানুয়ারি ২০২৫, ০৮:১১ পিএম
সাম্প্রতিক সময়ে বেশ দারুণ ছন্দে রয়েছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপ জেতার পর থেকে শুরু করে কয়েকবছর ধরেই ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছে আলবিসেলেস্তেরা। ২০২৬ বিশ্বকাপের টিকিটও অনেকটা নিশ্চিত। তাই বেশ ফুরফুরে মেজাজেই ২০২৪ সাল শেষ করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা। এছাড়া দীর্ঘদিন ধরেই ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা। শীর্ষে থেকেই নতুন বছরেও পা রাখলেন লিওনেল মেসিরা।
এছাড়া লাতিন অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট তালিকায়ও সবার ওপরেই অবস্থান বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। নতুন বছর ২০২৫ সালে ৬টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। যার সবগুলোই বিশ্বকাপ বাছাইয়ের। তবে মেসিদের সামনে বড় এবছরে চ্যালেঞ্জ। কেননা সমান ম্যাচ খেলে অন্যান্য দলগুলোর চেয়ে পয়েন্টে অনেক এগিয়ে থাকলেও এবার আর্জেন্টিনার প্রতিপক্ষ বেশ কয়েকটি শক্তিশালী দল।
আগামী বছর ফিফার মার্চ উইন্ডোতে শুরু হবে লাতিনের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। বর্তমানে দুর্দান্ত ছন্দে থাকা উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বছর শুরু করবে আর্জেন্টিনা। এ ম্যাচে ঘরের মাঠে মেসি-ডি পলদের আতিথ্য দেবে উরুগুয়ে। একই উইন্ডোতে হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এ ম্যাচে নেইমার-ভিনিসিয়ুসদের আতিথ্য দেবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
এক নজরে ২০২৫ সালে আর্জেন্টিনার সূচি-
|
তারিখ |
ম্যাচ |
|
২১ মার্চ, ২০২৫ |
আর্জেন্টিনা বনাম উরুগুয়ে |
|
২৬ মার্চ, ২০২৫ |
আর্জেন্টিনা বনাম ব্রাজিল |
|
৫ জুন, ২০২৫ |
আর্জেন্টিনা বনাম চিলি |
|
১০ জুন, ২০২৫ |
আর্জেন্টিনা বনাম কলম্বিয়া |
|
১০ সেপ্টেম্বর, ২০২৫ |
আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা |
|
১৫ সেপ্টেম্বর, ২০২৫ |
আর্জেন্টিনা বনাম ইকুয়েডর |