স্পোর্টস ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৪, ০৬:০২ পিএম
ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণ টি-টোয়েন্টি। ক্রিকেটের এই ফরমেটের প্রসার এতটাই বেড়েছে যে, দেশে দেশে আয়োজিত হয় ফ্র্যাঞ্চাইজি লিগ। দর্শক চাহিদা, ব্যবসা, বিনোদন সবকিছু সঙ্গে নিয়ে বসে তারার মেলা। বাংলাদেশে এই মেলার নাম বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল)। দরজায় কড়া নাড়ছে বিপিএলের দশম আসর। কাল থেকে মাঠে গড়াবে ফ্র্যাঞ্চাইজি লিগটির ১১তম আসর।
সাত দলের টুর্নামেন্ট শেষ হবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।। তিন ভেন্যুতে প্রায় দেড় মাস ধরে ক্রিকেট উত্তেজনায় মাতবে দেশ। ঢাকা, সিলেট, চট্টগ্রাম, ঢাকা এই চারটি ভাগে হবে ৪৬টি ম্যাচ। প্রথম ভাগের ম্যাচগুলো হবে ঢাকায়। চারটি ম্যাচ ডেতে প্রথম পর্বে মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মোট আট ম্যাচ। এরপর বিপিএল যাবে সিলেটে। ৬ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত ১২টি ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।
এরপর বন্দর নগরী চট্টগ্রামে ফিরবে বিপিএল, ১৬-২৩ জানুয়ারি হবে ১২টি ম্যাচ। এরপর আবারও ঢাকায় ফিরবে বিপিএল এলিমিনেটর, দুটি কোয়ালিফায়ার ও ফাইনাল হবে শেরেবাংলায়, ২৬ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি ঢাকায় হবে ১৪টি ম্যাচ।
|
তারিখ |
ম্যাচ |
ভেন্যু |
সময় |
|
৩০ ডিসেম্বর |
ফরচুন বরিশাল-দুর্বার রাজশাহী |
মিরপুর শেরে বাংলা |
বেলা ১.৩০ মিনিট |
|
রংপুর রাইডার্স-ঢাকা ক্যাপিটাল |
সন্ধ্যা ৬.৩০মিনিট |
||
|
৩১ ডিসেম্বর |
খুলনা টাইগার্স-চিটাগং কিংস |
মিরপুর শেরে বাংলা |
বেলা ১.৩০ মিনিট |
|
সিলেট স্ট্রাইকার্স-রংপুর রাইডার্স |
সন্ধ্যা ৬.৩০মিনিট |
||
|
২ জানুয়ারি |
দুর্বার রাজশাহী-ঢাকা ক্যাপিটাল |
মিরপুর শেরে বাংলা |
বেলা ১.৩০ মিনিট |
|
ফরচুন বরিশাল-রংপুর রাইডার্স |
সন্ধ্যা ৬.৩০মিনিট |
||
|
৩ জানুয়ারি |
দুর্বার রাজশাহী-চিটাগং কিংস |
মিরপুর শেরে বাংলা |
বেলা ২টা |
|
ঢাকা ক্যাপিটাল-খুলনা টাইগার্স |
সন্ধ্যা ৭টা |