স্পোর্টস ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২৪, ০৫:১৯ পিএম
আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আইরিশদের ধবলধোলাই করে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাঘিনীরা। এবার টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছে স্বাগতিকরা। সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে আগে ব্যাট করে বড় সংগ্রহ গড়েছে আইরিশরা। সেই লক্ষ্য তাড়া করতে নেমে টাইগারদের ওপেনিংয়ে ১০৩ রানে জুটিতে জয়ের আশা জাগিয়েছিল টাইগ্রেসরা। তবে মিডেল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় আশা জাগিয়ে শেষ পর্যন্ত হেরেছে বাংলাদেশ।
১৭০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দারুণ খেলেছে বাংলাদেশের ব্যাটাররা। উদ্বোধনী জুটিতেই স্কোরবোর্ডে ওঠে ১০৩ রান। এতে অবশ্য অবদান আছে আইরিশদের ফিল্ডারের ব্যর্থতারও। আজ বেশ কয়েকটি ক্যাচ মিস করেছে সফরকারীরা।
আইরিশদের দেওয়া বড় রানের লক্ষ্য তাড়া করতে নেমে সফরকারীদের একের পর এক ক্যাচ মিসের মিছিল ও স্টাম্পিংয়ের সুযোগ হাতছাড়া করাটা বড় লক্ষ্য তাড়ায় নামা বাংলাদেশের জয়কে ত্বরান্বিত করেছিল। দিলারা আক্তার ও সোবহানা মোস্তারি আগ্রাসী ব্যাটিংয়ে গড়েছেন নতুন রেকর্ড। নারীদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে এই দুই ব্যাটার উদ্বোধনী জুটিতে বাংলাদেশের হয়ে ১১ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০১৩ সালে রুমানা আহমেদ ও আয়েশা রহমান ৮১ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন। ১১ বছর আগের সেই রেকর্ড ভেঙে দিলারা ও সোবহানা ১০৩ রানের জুটি গড়েন। আর্লিন কেলির বলে উইকেটের পেছনে সোবহানা ক্যাচ দিয়ে ফেরায় জুটির অবসান ঘটে। সোবহানা ৩৫ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪৬ রান করেন।
তিনে নামা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৪ রানের বেশি করতে পারেননি। আর্লিন কেলির দ্বিতীয় শিকারে পরিণত হয়ে সাজঘরে ফেরেন। সোবহানার মতোই হাফ সেঞ্চুরি মিস করেন দিলারা। প্রেন্ডারগাস্টের বলে বড় শট মারতে গিয়ে গ্যাবি লুইসের তালুবন্দি হওয়ার আগে ৪১ বলে ২ চার ও ২ ছক্কায় ৪৯ রানের ইনিংস খেলেন।
ওপেনিং জুটিতে ১০৩ রান থেকে ১১০ রান করতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগ্রেস মেয়েরা। এরপর তাজ নেহার ১৯ রান করার পর এমি মাগুইরের বলে স্টাম্পিংয়ের ফাঁদে পড়লে সফরকারীরা ম্যাচ জমিয়ে তোলার ইঙ্গিত দেয়। শেষ ১২ বলে বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল ১৮ রান, হাতে তখনো ছিল ৬ উইকেট।
তবে ব্যাটাররা নিজেদের ধৈর্যের পরিচয় দিতে পারেননি। দ্রুত রান তুলতে যেয়ে ১৯তম ওভারের দুই উইকেট হারিয়ে কোনও রান তুলতে না পেরেই একপ্রকার ছিটকে যায় ম্যাচ থেকে। শেষ ওভারের প্রথম বলে শারমিন আক্তার সুপ্তা নেন এক রান। জয়ের সমীকরণ তখন ৫ বলে ১৭ রান। দ্বিতীয় বলে রানের খাতা না খোলা সুমনা ক্যাচ দিয়ে ফেরেন। তৃতীয় বলে ২ রান নেন নাহিদা, পরের দুই বল ছিল ডট। শেষ বলে দুই রান নেয়ার পর ১২ রানের হার নিয়ে বাংলাদেশ মাঠ ছাড়ে।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে তেমন একটা সুবিধা করে ওঠতে পারেনি আইরিশরা। তবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই গড়েছে বড় সংগ্রহ। আগে ব্যাত করে বাংলাদেশকে ১৭০ রানের বড় লক্ষ্য দিয়েছে সফরকারীরা। আগে ব্যাট করতে নেমে দলীয় ১৬ রানে প্রথম উইকেট হারালেও আইরিশরা বড় সংগ্রহ গড়েছে অধিনায়ক গ্যাবি লুইস এবং লিয়া পলের ঝড়ো ইনিংসের সুবাদে।
বাংলাদেশী বোলারদের বিপক্ষে আজ হাত খুলে খেলেছেন লুইস। ৪২ বলে তিনি করেছেন ৬০ রান। ওদিকে লিয়া করেছেন ৪৫ বলে ৭৯ রান। এ দুজনের ঝড়ো ইনিংসে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রানের সংগ্রহ গড়ে আইরিশরা।